জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (President Valdimir Putin) মঙ্গলবার বলেছেন যে রাশিয়া (Russia) মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সঙ্গে নিউ স্টার্ট (New START) চুক্তিতে তাদের অংশগ্রহণ স্থগিত করছে। এই চুক্তি দুই পক্ষের কৌশলগত পারমাণবিক অস্ত্রাগারকে সীমিত করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইউক্রেনের যুদ্ধের প্রায় এক বছর পরে পুতিন পার্লামেন্টে একটি বড় বক্তৃতা শেষে আইন প্রণেতাদের বলেছিলেন, ‘এই বিষয়ে, আমি আজ ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে রাশিয়া কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করছে’।


পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক পরীক্ষা চালায়, রাশিয়াও তা করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভে আকস্মিক সফর এবং ইউক্রেন সরকারের প্রতি পশ্চিমিদের সমর্থন পুনর্ব্যক্ত করার একদিন পর তার এই মন্তব্য এসেছে।


পুতিন বলেছেন, রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রসাটমকেও (Rosatom) প্রয়োজনে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য দেশটির প্রস্তুতি নিশ্চিত করতে হবে।


তিনি বলেন, ‘অবশ্যই, আমরাই প্রথম এটি করব না। তবে যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা করে, তাহলে আমরা করব’। তিনি আরও বলেন, ‘কাউকেই এই বিপজ্জনক বিভ্রমের মধ্যে থাকতে হবে না যে বৈশ্বিক কৌশলগত সমতা ধ্বংস হতে পারে’।


আরও পড়ুন: Pakistan: বিপাকে হিজবুল মুজাহিদিন, রাওয়ালপিন্ডিতে আততায়ীর গুলিতে নিহত বশির আহমেদ পীর


বিশ্লেষকরা বলেছেন যে রাশিয়ার এই পদক্ষেপের অর্থ চুক্তির মেনে চলার পদক্ষেপগুলি যাচাই করা আরও কঠিন হয়ে উঠবে।


নিউ স্টার্ট চুক্তিটি ২০১০ সালে প্রাগে (Prague) স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটি পরের বছর কার্যকর হয়েছিল। পাশাপাশি ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) দায়িত্ব নেওয়ার পরে আরও পাঁচ বছরের জন্য এর মেয়াদ বাড়ানো হয়েছিল।


আরও পড়ুন: Titanic Wreckage Footage: আটলান্টিকের তলদেশে ছড়িয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ, প্রকাশ্যে এল বিরল সেই ভিডিয়ো


এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মোতায়েন করতে পারে এমন কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এবং সেগুলি সরবরাহ করার জন্য স্থল এবং সাবমেরিন-ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমানের মোতায়েনকে সীমাবদ্ধ করে।


বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার কাছে বিশ্বের সবথেকে বেশি পারমাণবিক অস্ত্রের ভান্ডার রয়েছে। সেখানে প্রায় ৬,০০০ ওয়ারহেড রয়েছে। একসঙ্গে, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক ওয়ারহেডের ভান্ডার ধরে রেখেছে। এই সংখ্যা পৃথিবীকে বহুবার ধ্বংস করার জন্য যথেষ্ট।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)