নিজস্ব প্রতিবেদন: ধীরে ধীরে বিশ্বের প্রধানশক্তিগুলি রাশিয়ার বিরোধিতার কথা ভাবছে। এবার সরব হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধে বিশ্বনেতাদের নতুন করে জোরালো পদক্ষেপ নিতে আহ্বান জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। রাশিয়াকে ঠেকাতে ছ'টি পদক্ষেপ করার কথা বলেছেন তিনি।


আগামী মঙ্গলবার বরিস জনসন ইউরোপের চার দেশের এক জোট-বৈঠকে অংশ নেবেন। বৈঠকে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়ার নেতারাও অংশ নেবেন। এই বৈঠককে সামনে রেখেই এই সব পদক্ষেপের প্রস্তাব দিলেন বরিস। তবে জানা গিয়েছে, আগামি কাল সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে আলোচনায় জনসন এসব পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।


কী সেই প্রস্তাব? কী সেই পরিকল্পনা? বরিসের সেই ছ'প্রস্তাব এরকম:


১. বিশ্বনেতাদের উচিত ইউক্রেনের জন্য একটি 'আন্তর্জাতিক মানবিক জোট' সচল করা


২. আত্মরক্ষার জন্য ইউক্রেন যে লড়াই চালাচ্ছে, বিশ্বনেতাদের উচিত তা সমর্থন করা


৩. রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো উচিত সকলের


৪. ইউক্রেন আগ্রাসনকে রাশিয়া যেভাবে ক্রমশ খুব সহজ স্বাভাবিক একটা বিষয় করে তুলছে, সেটা বাকিদের আটকাতে হবে


৫. যুদ্ধের কূটনৈতিক সমাধানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে; তবে এ ক্ষেত্রে ইউক্রেনের (বৈধ) সরকারের পূর্ণ অংশগ্রহণ থাকতে হবে


৬. ন্যাটো জোটভুক্ত দেশগুলির মধ্যে নিরাপত্তা জোরদারের কাজ দ্রুত শুরু করা উচিত।


ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এই নিয়ে ১১ দিনে গড়াল। দেশটির বিভিন্ন শহরে রুশ বাহিনীর হামলা অব্যাহতই শুধু নয়, তা ক্রমশ বাড়ছেও। রাশিয়ার সর্বাত্মক এই হামলার মুখে ইউক্রেনে 'নো ফ্লাই জোন' ঘোষণার জন্য বারবার আহ্বান জানাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু তাঁর এই আহ্বানে এখনও পর্যন্ত কেউ সাড়া দেয়নি।


এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলে রেখেছেন, কোনো দেশ ইউক্রেনে 'নো ফ্লাই জোন' ঘোষণা করলে ধরে নেওয়া হবে, তারা ইউক্রেন যুদ্ধে যোগ দিয়েছে। পশ্চিমি বিশ্ব বলছে, ইউক্রেনে 'নো ফ্লাই জোন' ঘোষণা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের দিকে নিয়ে যাবে। এতে পরিস্থিতি আরও খারাপ হবে।


আরও পড়ুন: Military Budget: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিন? প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে তারা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)