Military Budget: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিন? প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে তারা

গত বছর চিনের প্রতিরক্ষা বাজেট ছিল ২০৯ বিলিয়ন মার্কিন ডলার।

Updated By: Mar 6, 2022, 04:18 PM IST
Military Budget: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিন? প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে তারা

নিজস্ব প্রতিবেদন: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিন? তা না হলে প্রতিরক্ষা খাতে কেন ব্যয় বাড়াচ্ছে তারা? এমনিতেই তো বিশ্বজুড়ে এখন যুদ্ধের আবহ। চিন কার পক্ষে এখনও তা স্পষ্ট নয়। তবে ওয়াকিবহালমহল জানে, চিন কখনোই ইউক্রেনের পাশে থাকবে না। ইউক্রেনের মার্কিন-সঙ্গই এর কারণ। 

না, এতসব জটিল সমীকরণ ভাবার কোনও প্রয়োজনও নেই। কেননা, নিশ্চয়ই সে সবের সঙ্গে চিনের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর সরাসরি কোনও যোগ নেই। তবে এটা খবর যে, প্রতিরক্ষা খাতে বার্ষিক বরাদ্দ ৭.১ শতাংশ বাড়াতে চলেছে চিন। এর ফলে চিনের প্রতিরক্ষা বাজেট ভারতের তুলনায় তিন গুণ হল। ২০২২ সালে ভারতের প্রতিরক্ষা খাতে ৭০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে।

শনিবার সে দেশের খসড়া বাজেটে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গত বছর চিনের প্রতিরক্ষা বাজেট ছিল ২০৯ বিলিয়ন মার্কিন ডলার। এ বছর এজন্য ২৩০ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। শনিবার চিনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) খসড়া বাজেটে এ প্রস্তাব উত্থাপন করেন চিনের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Russia-Ukraine War: আমেরিকাকে কটাক্ষ করে রাশিয়ার ইউক্রেন-আগ্রাসনের আগুনে কি ঘি ঢালল চিন?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.