নিজস্ব প্রতিবেদন: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন ১০০ জন বিমানযাত্রী। জানা গিয়েছে, রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে উটাইর এয়ার-এর একটি যাত্রীবাহী বিমান। তবে ঘটনায় কোনও যাত্রীর তেমন গুরুতর আঘাত লাগেনি বলে জানানো হয়েছে উটাইর এয়ার কর্তৃপক্ষের তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডেইলি মেইল সূত্রে খবর, মস্কো থেকে এক হাজার ২০০ মাইল উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে রবিবার এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির (ল্যান্ডিং গিয়ারে) সমস্যার কারণে উটাইর এয়ার-এর বোয়িং ৭৩৭ বিমানটি বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে বিমানটি। এর পরই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় বিমান।


আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় একাধিকবার ধর্ষণ বয়ফ্রেন্ডের, প্রায় সাড়ে ৭ কোটি টাকা জরিমানা আদালতের


জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। ল্যান্ডিং-এর মুহূর্তে বিমানটির চাকা মাটি স্পর্শ করার আগেই বিমানের পেছনের অংশটি রানওয়ের উপর আছড়ে পড়ে।