Russia-Ukrain War: শরীরে `স্বস্তিক চিহ্ন`! ইউক্রেনীয় মহিলাদের `ধর্ষণ`; রুশ সেনার লালসার `শিকার` শিশুরা!
ইউক্রেনের পার্লামেন্ট সদস্যের বিস্ফোরক অভিযোগ
নিজস্ব প্রতিবেদন: মহিলাদের উপর অত্যাচার চালানোর অভিযোগ তো ছিলই, এবার নাবালিকদেরও লালসার শিকার করছে রুশ সেনা (Russian Army)। সোমবার টুইটারে এমনই অভিযোগ করলেন ইউক্রেনীয় পার্লামেন্টের সদস্য Lesia Vasylen।
ধর্ষণের আগে মহিলাদের গায়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। টুইটারে Lesia Vasylen লেখেন, "রুশ সেনা লুট করছে, ধর্ষণ করছে এবং খুন করছে। গায়ে স্বস্তিকা চিহ্ন এঁকে মহিলাদের পোড়ানো হচ্ছে।" এখানেই শেষ নয়, অগ্নিদগ্ধ এক মহিলার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
তিনি টুইটারে আরও লেখেন, "কথা বলতে পারছি না। রাগ, ঘৃণা এবং ভয়া মাথা কাজ করছে না। গণহত্যা বন্ধ হোক। পুতিন এবার থামুন।"
আরও পড়ুন: করোনার পুরনো দুটি ভ্যারিয়েন্টের মিশ্রণ এই XE variant কেন ভয়ঙ্কর জানেন?