নিজস্ব প্রতিবেদন: মহিলাদের উপর অত্যাচার চালানোর অভিযোগ তো ছিলই, এবার নাবালিকদেরও লালসার শিকার করছে রুশ সেনা (Russian Army)। সোমবার টুইটারে এমনই অভিযোগ করলেন ইউক্রেনীয় পার্লামেন্টের সদস্য Lesia Vasylen। 
 
ধর্ষণের আগে মহিলাদের গায়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। টুইটারে Lesia Vasylen লেখেন, "রুশ সেনা লুট করছে, ধর্ষণ করছে এবং খুন করছে। গায়ে স্বস্তিকা চিহ্ন এঁকে মহিলাদের পোড়ানো হচ্ছে।" এখানেই শেষ নয়, অগ্নিদগ্ধ এক মহিলার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি টুইটারে আরও লেখেন, "কথা বলতে পারছি না। রাগ, ঘৃণা এবং ভয়া মাথা কাজ করছে না। গণহত্যা বন্ধ হোক। পুতিন এবার থামুন।"



আরও পড়ুন: করোনার পুরনো দুটি ভ্যারিয়েন্টের মিশ্রণ এই XE variant কেন ভয়ঙ্কর জানেন?


আরও পড়ুন: Russia-Ukraine War: কাদামাটি থেকে বেরিয়ে আছে হাত-পা! ইউক্রেনে ৪৫ ফুট পরিখায় গণকবর! রাশিয়ার হত্যাযজ্ঞ?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)