জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবিশ্বাস্য! মিলল নতুন এক সোনার খনির খোঁজ! তবে, দেশে নয়, আরবে। সৌদি আরবে নতুন এই সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে।  সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এই খবর জানিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Los Angeles: আপৎকালীন নম্বরে ডায়াল করে কৃষ্ণাঙ্গ তরুণী নিজেই মরলেন পুলিসের গুলিতে!


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবিশ্বাস্য! মিলল নতুন এক সোনার খনির খোঁজ! তবে, দেশে নয়, আরবে। সৌদি আরবে নতুন এই সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে।  সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন) এই খবর জানিয়েছে।


বৃহস্পতিবার মাদেন কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে সোনার নতুন খনির সন্ধান পাওয়া গিয়েছে। এগুলি মানসুরা মাসারাহ সোনার খনির দক্ষিণে অবস্থিত। এই মানসুরা মাসারাহ সোনার খনি-অঞ্চলটি ওই মাদেন কোম্পানিরই আওতাভুক্ত।


মাদেনের তরফে বলা হয়েছে, ২০২২ সালেই সোনার খনির সন্ধানে তারা ১০০ কিলোমিটার উপত্যকা-এলাকায় অনুসন্ধানের কাজ শুরু করেছিল। আর প্রায় ২ বছরের মাথায় তারই ফলশ্রুতি এই নতুন সোনার খনির সন্ধানলাভ। তারা খুশি এই জন্য যে, সেই অনুসন্ধানে প্রথমবারের মতো সোনার ভান্ডার আবিষ্কৃত হল।


ওই সোনার খনি থেকে সোনার কিছু নমুনাও সংগ্রহ করা গিয়েছে। সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে নতুন খনিতে উচ্চ মানসম্পন্ন সোনা থাকারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষিতে কোম্পানিটি আগামী ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে ব্যাপক আাকারে খননকাজ চালানোর পরিকল্পনা করেছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


বৃহস্পতিবার মাদেন কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক স্থানে সোনার নতুন খনির সন্ধান পাওয়া গিয়েছে। এগুলি মানসুরা মাসারাহ সোনার খনির দক্ষিণে অবস্থিত। এই মানসুরা মাসারাহ সোনার খনি-অঞ্চলটি ওই মাদেন কোম্পানিরই আওতাভুক্ত।


মাদেনের তরফে বলা হয়েছে, ২০২২ সালেই সোনার খনির সন্ধানে তারা ১০০ কিলোমিটার উপত্যকা-এলাকায় অনুসন্ধানের কাজ শুরু করেছিল। আর প্রায় ২ বছরের মাথায় তারই ফলশ্রুতি এই নতুন সোনার খনির সন্ধানলাভ। তারা খুশি এই জন্য যে, সেই অনুসন্ধানে প্রথমবারের মতো সোনার ভান্ডার আবিষ্কৃত হল।


আরও পড়ুন: Arctic Archipelago: আর্কটিক অঞ্চলে বরফস্তরের নীচে রাখা 'ক্লাইমেট টাইম বম্ব'?


ওই সোনার খনি থেকে সোনার কিছু নমুনাও সংগ্রহ করা গিয়েছে। সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে নতুন খনিতে উচ্চ মানসম্পন্ন সোনা থাকারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষিতে কোম্পানিটি আগামী ২০২৪ সালে মানসুরা মাসারাহ এলাকা ঘিরে ব্যাপক আাকারে খননকাজ চালানোর পরিকল্পনা করেছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)