Los Angeles: আপৎকালীন নম্বরে ডায়াল করে কৃষ্ণাঙ্গ তরুণী নিজেই মরলেন পুলিসের গুলিতে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইমার্জেন্সি লাইনে ফোন করে সাহায্য় চাইলেন যিনি, তিনিই মারা পড়লেন পুলিসের গুলিতে! মর্মান্তিক দুঃখজনক ও একই সঙ্গে আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলেসে।

Updated By: Dec 23, 2023, 04:03 PM IST
Los Angeles: আপৎকালীন নম্বরে ডায়াল করে কৃষ্ণাঙ্গ তরুণী নিজেই মরলেন পুলিসের গুলিতে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইমার্জেন্সি লাইনে ফোন করে সাহায্য় চাইলেন যিনি, তিনিই মারা পড়লেন পুলিসের গুলিতে! মর্মান্তিক দুঃখজনক ও একই সঙ্গে আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলেসে।

আরও পড়ুন: Arctic Archipelago: আর্কটিক অঞ্চলে বরফস্তরের নীচে রাখা 'ক্লাইমেট টাইম বম্ব'?

লস অ্যাঞ্জেলেসে ডোমেস্টিক ভায়োলেন্সের কবলে পড়ে সেখানকার আপৎকালীন নম্বর ৯১১ ডায়াল করেছিলেন এক কৃষ্ণাঙ্গ মহিলা। ঘটনাটি ঘটেছিল ডিসেম্বর মাসের প্রথম দিকে। ফোন পেয়েই সাড়া দিয়েছিলেন লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফের ডেপুটি। শুধু সাড়া দেওয়াই নয়, তিনি স্বয়ং পৌঁছেও গিয়েছিলেন আর্ত ও নির্যাতিতার বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে ওই মহিলার সঙ্গে বচসা বাঁধে পুলিসের। আর তার জেরে গুলি চালিয়ে দেয় পুলিস। গুলিবিদ্ধ হয়ে মারা যান সাহায্যপ্রার্থী ওই মহিলাই।

বছরসাতাশের নিয়ানি ফিনলেসন ৯১১ নম্বর ডায়াল করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তিনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফের ডেপুটি যিনি নিয়ানি ফিনলেসনের ফোনটি ধরেছিলেন তিনি ফোনকলটির বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, ''এক মহিলা ফোনের ওপার থেকে বলতে থাকেন, 'আমার বয়ফ্রেন্ড আমাকে একেবারেই একা থাকতে দেন না...' এটুকু বলতে-না-বলতেই ফোনে একটা চি।কার ভেসে আসে, যেন একটা লড়াই বা ধ্বস্তাধ্বস্তি চলছে, এরকম শব্দ আসতে থাকে।'' সঙ্গে সঙ্গে তাঁরা নাম্বার থেকে ঠিকানা দেখে নিয়ে ছোটেন সেখানে।

আরও পড়ুন: Switzerland: গরুর গলায় ঘণ্টা বাঁধা নিয়ে হবে ভোট, চলছে জোর প্রস্তুতি...

জায়গাটি ল্য়াংকাস্টারের ইস্ট অ্যাভিনিউ। ওই তরুণীর বাড়ির এলাকায় ঢুকতে-ঢুকতেই কাউন্টি শেরিফের ডেপুটি শুনতে পান, লোকজন বাড়ির ভিতরে চিৎকার করছেন। দরজা ভিতর থেকে বন্ধ। পুলিস ঠেলাঠেলি করে দরজা খোলায় এবং ঢুকে দেখে ওই মহিলা হাতে কিচেন নাইফ নিয়ে দাঁড়িয়ে। ওই মহিলা জানান, তাঁর বছর নয়েকের মেয়েকে ঠেলে ফেলে দিয়েছেন তাঁর বয়ফ্রেন্ড, তাই তিনি তাঁকে ছুরি মারবেন। শুধু বলাই নয়, তিনি তাঁর বয়ফ্রেন্ড যে ঘরে ছিলেন সেখানে ছুটে যান ও তাঁকে ছুরি মারতে উদ্যত হন। পুলিস বাধা দিতে যায়। এবং বাধা দিতে না পেরে গুলি চালায়। গুলি লাগে ওই মহিলার গায়ে। মেয়ের চোখের সামনে পুলিসের গুলি খেয়ে মারা যান ওই তরুণী।  তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে ডাক্তারেরা সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে ছোট্ট মেয়েটি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.