নিজস্ব প্রতিবেদন: জার্মানির মুনস্টার সিটিতে ফুটপাথের উপরে উঠল গাড়ি। প্রাণ হারালেন অন্তত ৪ জন। আহত অনেকে। জার্মান পুলিসকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দুর্ঘটনার পর আত্মঘাতী হন চালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জার্মানির রাজধানী বার্লিন শহর থেকে ৪০০ কিলোমিটার দূরে মুনস্টার সিটি। আচমকা ফুটপাথে উঠে পড়ে একটি গাড়ি। ধাক্কা মারে পথচারীদের। গাড়ির ধাক্কায় ৩০ জনের মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন কমপক্ষে ৩জন। দুর্ঘটনার পর গাড়ি চালক নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন বলে দাবি এএফপি-র। জার্মান পুলিস জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও দমকল পৌঁছেছে। নাগরিকদের গুজবে কান দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



এর আগেও ইউরোপে চলন্ত গাড়ি নিয়ে হামলা করেছে আইসিস জঙ্গি। এই ঘটনার সঙ্গে আইসিসের হামলার কায়দার মিল রয়েছে। এটা পরিকল্পিত জঙ্গি হামলা কিনা, তা এখনও নিশ্চিত হয়নি।  


আরও পড়ুন- নিগ্রহ রুখে ট্রাফিক কনস্টেবলকে বেমক্কা চড় মারলেন তরুণী