নিগ্রহ রুখে ট্রাফিক কনস্টেবলকে বেমক্কা চড় মারলেন তরুণী
জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড়কে নিগ্রহের অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: জাতীয়স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নকে নিগ্রহের অভিযোগ উঠল পুলিস কনস্টেবলের বিরুদ্ধেই। অভিযুক্ত ইয়াসিনকে বেমক্কা চড় কষালেন ওই তরুণী। ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে। অভিযুক্ত পুলিস কনস্টেবলকে সাসপেন্ড করেছে প্রশাসন।
শুক্রবার বিকেল ৭টা নাগাদ ক্যারাটে ক্লাস থেকে অটোতে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। অটোতে ইয়াসিন নামে এক ট্রাফিক কনস্টেবল ফোন নম্বর চেয়ে উত্যক্ত করছিলেন। প্রথমে তরুণী পাত্তা দেননি। এরপরই তাঁকে স্পর্শ করার চেষ্টা করেন ওই কনস্টেবল। তখনই চড় মারেন তরুণী। অটো চালককে মহিলা থানায় নিয়ে যেতে বলেন। পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ইয়াসিন। তবে ওই তরুণীর হাত থেকে বাঁচতে পারেননি। এখানেই শেষ নয়। থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, এফআইআর করলে ওই কনস্টেবলের বিবাহিত জীবন ভেঙে যেতে পারে।
#Rohtak girl repeatedly slaps traffic policeman after he harassed her by asking for friendship & her number, during a ride in a shared auto. Girl was returning from Karate classes when incident took place. Police says traffic policeman has been suspended & probe is on. #Haryana pic.twitter.com/5AxSVrbrHV
— ANI (@ANI) April 7, 2018
তবে নিজের সিদ্ধান্তে অনড় থাকেন ওই তরুণী। অভিযুক্ত ইয়াসিনকে সাসপেন্ড করেছে প্রশাসন।