ওয়েব ডেস্ক : স্পেনের বার্সেলোনা ও ক্যামব্রিলস-এ জঙ্গি হানায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। সেই ধাক্কার জের শেষ হওয়ার আগেই ফের জঙ্গি হামলা ইউরোপে। এবার অবশ্য উত্তর ইউরোপের ফিনল্যান্ডে হল হামলা। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। পুলিস আক্রমণকারীকে গ্রেফতার করেছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ দুপুরে হঠাত্ই এক বন্দুকবাজ ফিনল্যান্ডের তুরকু শহরে হামলা চালায়।  হাতে বন্দুক থাকলেও, ওই ব্যক্তি মূলত ছুরি নিয়েই হামলা করে। শহরের সিটি সেন্টারের কাছে এই ঘটনাটি ঘটে।  


পুলিস তার পায়ে গুলি চালিয়েছে। আহত অবস্থায় হামলাকারী মাটিতে পড়ে গেলে তাকে গ্রেফতার করা হয়। তবে, এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।


আরও পড়ুন- বার্সেলোনায় সন্ত্রাসবাদী হামলার পর ভ্যানের চালককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ