ওয়েব ডেস্ক: টেক্সাসের অ্যামারিলোয় ডিপার্টমেন্টাল স্টোরে বন্দুকবাজের হানা। বেশ কয়েকজনকে পণবন্দি করে ফেলে বন্দুকবাজ। ঘটনার খবর পাওয়ার পরই সেখানে হাজির হয় পুলিস। পুলিসের গুলিতে মৃত্যু হয় বন্দুকবাজের।


অ্যামারিলো পুলিসের তরফে বিবৃতি জারি করে দাবি করা হয়েছে, গতকাল স্টোর ক্লিয়ারিংয়ের সময় বন্দুকবাজকে লক্ষ্য করেন স্টোরের আধিকারিকরা। তত্ক্ষণাত্‍ তাঁরা পুলিসে খবর দেন। এরপরই সেখানে হাজির হয় পুলিস। পুলিসের গুলিতে নিহত হয় বন্দুকবাজ। স্টোরের ভিতর যাঁদের বন্দি করা হয়েছিল, তাঁরা সকলেই অক্ষত রয়েছেন বলে জানানো হয়েছে পুলিস প্রশাসনের তরফে। চাকরি ক্ষেত্রে হিংসার জেরেই এই ঘটনা বলে দাবি পুলিসের। তবে এই ঘটনার পর কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। পুলিসের তরফে স্থানীয় বাসিন্দাদের স্টোর সংলগ্ন রাস্তা এড়িয়ে চলতেই পরামর্শ দেওয়া হয়েছে।