নিজস্ব প্রতিবেদন: সহকর্মীদের ওপরে বেপরোয়া গুলি চালিয়ে ১১ জনকে মেরে ফেলল এক সরকারি কর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ভার্জিনিয়া বিচ অফিসে ওই ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায়। চেনা জানা সহকর্মী হয়ে ওঠেন মৃত্যুদূত।



আরও পড়ুন-গত ৪৫ বছরে সর্বোচ্চ বেকারের সংখ্যা, আর্থিক বৃদ্ধিও ঠেকল ৫ বছরের তলানিতে


ভার্জিনিয়ার সিটি পুলিস কমিশনার জেমস সেভেরা সংবাদমাধ্যমে বলেন, এক বন্দুকধারী ভার্জিনিয়া মিউনিশিপ্যাল ভবনে ঢুকে বেপরোয়া গুলি চালিয়ে দেয়। বন্দgকধারী ওই ব্যক্তি পুলিসের ওপরেও গুলি চালায়। পাল্টা গুলি করে পুলিস। তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির।


মার্কিন যুক্তরাষ্ট্রে কাজের জায়গায় এর আগে এতবড় হামলা আর হয়নি। গত ফেব্রুয়ারি মাসে একটি কারখানার কর্মী গুলি চালিয়ে তার ৫ সহকর্মীকে মেরে ফেলে। শুক্রবার কেন ওই মিউনিসিপ্যালিটির কর্মী গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। এফবিআই  এনিয়ে তদন্ত করছে।


আরও পড়ুন-প্রথম দিনেই ৪টি ভোটের প্রতিশ্রুতি পূরণ করে সংখ্যাগরিষ্ঠতার দম দেখালেন মোদী    


পুলিসের পক্ষ থেকে ওই বন্দুকধারী হামলাকারীকে বহু পুরনো সরকারি কর্মী বলে উল্লেখ করা হয়েছে।