নিজস্ব প্রতিবেদন: হঠাত্ রক্তলাল হয়ে উঠল দেশের বিস্তীর্ণ অঞ্চল। ইন্দোনেশিয়ায় সেই ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ডিজিট্যাল রেশন কার্ড তৈরির লাইনে বিশৃঙ্খলা, পূর্বস্থলীতে পুলিস-জনতা খণ্ডযুদ্ধ


সপ্তাহের শেষে ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের বনাঞ্চলের আগুন ও ধোঁয়া থেকে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়। তাতেই গোটা প্রদেশটাই হয়ে যায় টকটকে লাল। সোমবার সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি ছড়িয়ে পড়ে। দেখলে একপলকে মনে হতে পারে পৃথিবীর কোনও এলাকা নয় বরং মঙ্গল গ্রহের কোনও অংশ।




সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, এটা মঙ্গল নয় বরং আমাদের পৃথিবীরই একটি এলাকা। এখন রাত হয়নি। এখন বিকেল।



অনেকেই ওই ধুলো-ধোঁয়া শ্বাসকষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন। জাম্বি অন্য এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় প্রায় একই ছবি পোস্ট করেন।


আরও পড়ুন-জিহাদের জন্য জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই, কবুল ইমরান খানের


কেন এমন রঙ হয়ে গেল আকাশের? সিঙ্গাপুর ইউনিভাসিটি অব সোশ্যাল সায়েন্সের অধ্যাপক তি ইয়ং সংবাদমাধ্যমে বলেন, জঙ্গলে আগুন লাগার সময় বাতাসে কিছু ধূলিকণা, ছাইয়ের উপস্থিতিতেই আকাশের রঙ লাল হয়েছে। একে বলে রেইল স্কাটারিং। বিকেলে ওইসব ছবি নেওয়ার জন্য আকাশের রঙ আরও লাল হয়ে গিয়েছে।