ওয়েব ডেস্ক: ফের একবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু। তবে ১৫ - ৩০ মিটার ব্যাসের ওই গ্রহাণুর পৃথিবীর বুকে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানালেন বিজ্ঞানীরা। ২০১২ টিসি৪ নামে গ্রহাণুটি শুক্রবার ভারতীয় সময় সকাল ১১.১২ মিনিটে দক্ষিণ মেরুর ওপর দিয়ে উড়ে যাবে। পৃথিবী থেকে ৪২,০০০ কিলোমিটার দূর দিয়ে উড়ে যাবে গ্রহাণুটি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বাবার সাংবাদিক সম্মেলনের আগে শুভ্রাংশু রায়ের বিস্ফোরক দাবি


২০১২ সালে গ্রহাণুটিকে আবিষ্কার করেছিলেন গবেষকরা। পৃথিবীর কক্ষ থেকে বহু দূরে চলে যাওয়ায় তার পর থেকে বেশ কয়েকদিন খোঁজ মেলেনি তার। চলতি বছরের জুলাইয়ে ফের গ্রহাণুটির খোঁজ পায় ইরোপিয় মহাকাশ সংস্থা। তার পর থেকে ফের তার ওপর নজরদারি শুরু করেন মহাকাশবিজ্ঞানীরা। 


পৃথিবীর ওপর আছড়ে পড়তে পারে এমন গ্রহাণুর ওপর নজরদারি চালায় নাসা-সহ গোটা বিশ্বের মহাকাশ সংস্থাগুলি। তবে আগামী ১০০ বছরে এমন সম্ভাবনার কথা খারিজ করেছে তারা সবাই। 


আরও পড়ুন - চাকর নই, তাই দল ছাড়লাম, সাংবাদিক বৈঠকে বললেন মুকুল