সেলিম রেজা ও আব্দুস সালাম রুবেল: আজ বাঙালির সত্তায় মিশে যাওয়া এক বিষাদের দিন। পাঁচ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজোর আজ বিজয়া দশমী। 
ঢাকার পুজোমণ্ডপগুলিতে তিল ধারণের জায়গা ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর দেখা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bengal Weather Update: কবে পাকাপাকি বিদায় নিচ্ছে বর্ষা? লেটেস্ট ওয়েদার আপডেটে সেটা জানিয়ে দিল হাওয়া অফিস...


ঢাকের বাদ্য, কাঁসার, ঘণ্টা, শঙ্খের আওয়াজ আর উলুধ্বনিতে মুখরিত হয় ওঠে পুজোপ্রাঙ্গণ, চলে ভক্তিগীতি। চলছে সিঁদুরখেলাও। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের দেওয়া তথ্য বলছে, চলতি বছর সারা বাংলাদেশে ৩১ হাজার ৪৬১ মণ্ডপে শারদীয় দুর্গাপুজো উদযাপিত হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৫২টি মণ্ডপে পুজো অনুষ্ঠিত হয়েছে।


ষষ্ঠীর দিন থেকে হিসেব করলে আজ পঞ্চম দিন। তবে এবার পঞ্জিকার হিসেবে তিথিচক্রে জটিলতা ছিল। ষষ্ঠী থেকে শুরু করে প্রতিটি তিথিই শেষ হয়েছে দিনের শুরুতে। কখনও আবার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই। তিথি অনুযায়ী, আজ ভোরে মহানবমী শেষে সকাল ৯টার মধ্যেই শাস্ত্রীয়ভাবে দেবী দুর্গার দর্পণ বিসর্জন অর্থাৎ, বিজয়া দশমী। গতকাল সমস্ত পুজোমণ্ডপে সকাল পৌনে ৮টার মধ্যে মহাষ্টমীর বিহিত পূজো সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সন্ধিপুজো অনুষ্ঠিত হয়। আজ ভোর ৬টা ১২ মিনিটের মধ্যে নবমী তিথি শেষ হওয়ায় অধিকাংশ পুজোমণ্ডপে মহাষ্টমীর পর মহানবমীবিহিত পুজো শেষে যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়।


আরও পড়ুন: Horoscope Today: বৃষের বদল, মিথুনের প্রাপ্তি, তুলার প্রশান্তি! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন...


যেহেতু শত শত বছরের রীতি অনুযায়ী শারদীয় দুর্গোৎসব পাঁচ দিনের অনুষ্ঠান হিসেবেই চলছে, সেই হিসেবে আজ শুধু মণ্ডপগুলিতেই হবে বিজয়া দশমীর উৎসব। থাকবে না কোন ধর্মীয় বা শাস্ত্রীয় রীতিনীতি। বিজয়া দশমীর উৎসব হিসেবে দিনটি পার করছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা। 


শাস্ত্রমতে, দেবী দুর্গা এবছর দোলায় চড়ে স্বর্গ থেকে মর্ত্যলোকে আসেন। পৃথিবীর সকল অন্যায় অবিচার ও দুঃখ, দুর্দশা ও গ্লানি মুছে বিজয়া দশমীর মধ্য দিয়ে ঘোটকে চড়ে সন্তানদের নিয়ে মর্ত্যলোক থেকে স্বর্গে কৈলাশে ফিরে গেলেন। ষষ্ঠীতে বোধন। সপ্তমী তিথিতে মাটির মুর্তিতে দেবীর প্রাণপ্রতিষ্ঠা। এবং দশমী তিথিতে দর্পণ বিসর্জন। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)