Bengal Weather Update: কবে পাকাপাকি বিদায় নিচ্ছে বর্ষা? লেটেস্ট ওয়েদার আপডেটে সেটা জানিয়ে দিল হাওয়া অফিস...

Durga Puja Weather Update: দুদিনের মধ্যে বর্ষাবিদায়-পর্ব শুরু হতে চলেছে রাজ্যে। পুজোর পরেই আবহাওয়ার পরিবর্তন। সামনের সপ্তাহেই শুষ্ক আবহাওয়ার শুরু। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এ সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

সৌমিত্র সেন | Updated By: Oct 13, 2024, 11:38 AM IST
Bengal Weather Update: কবে পাকাপাকি বিদায় নিচ্ছে বর্ষা? লেটেস্ট ওয়েদার আপডেটে সেটা জানিয়ে দিল হাওয়া অফিস...

অয়ন ঘোষাল: আজ রবিবার ও আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। মঙ্গলবার কলকাতায় কার্নিভালের দিনেও বেশিরভাগ সময় শুষ্ক আবহাওয়া। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আপাতত আর ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।

Add Zee News as a Preferred Source

হাওয়া-বদল

দুদিনের মধ্যে বর্ষাবিদায়-পর্ব শুরু হতে চলেছে রাজ্যে। পুজোর পরেই আবহাওয়ার পরিবর্তন। সামনের সপ্তাহেই শুষ্ক আবহাওয়ার শুরু। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এ সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এখনও জলীয়বাষ্প বাতাসে থাকায় কিছুটা অস্বস্তি থাকবে।

বর্ষাবিদায়

ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিম থেকেও আগামী দুদিনের মধ্যে বর্ষাবিদায়-পর্ব শুরু হতে পারে। বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা বা বর্ষাবিদায়-রেখা দ্বারভাঙা হাজারিবাগ নরসিংহপুর ও নবসারির উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আগামী দুদিনে বিহার ঝাড়খন্ড গুজরাট ও মধ্যপ্রদেশের বাকি অংশ এবং ছত্তীসগঢ় ও মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে।
 
সিস্টেম 

পূর্ব আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এছাড়া লাক্ষাদ্বীপের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ রূপে পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছে। যার প্রভাব গোয়া কর্ণাটক উপকূলে রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। কতটা শক্তিশালী হয় সেদিকেই নজর আবহাওয়াবিদদের। তবে এর অভিমুখ নিম্নচাপ রূপেই চেন্নাই উপকূলের দিকে হতে পারে বলে অনুমান। 

দক্ষিণবঙ্গ 

আজ ১৩ অক্টোবর রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে দক্ষিণবঙ্গে র জেলাগুলিতে। দক্ষিণবঙ্গ জুড়েই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ঝাড়খন্ড ও বিহার-সংলগ্ন জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার প্রভাব বেশি। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যের দিকে কোনো‌ কোনো জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। কার্নিভালের দিন মঙ্গলবার থেকে ফের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলি থেকে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় থাকবে।

উত্তরবঙ্গ 

রবিবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়ার পরিবর্তন। শুষ্ক আবহাওয়ার শুরু। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি-- এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এ সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।

কলকাতা

আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবার থেকে দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। মূলত পরিষ্কার আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার কিছুটা বদল। শুষ্ক আবহাওয়ার শুরু। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। বাতাসে জলীয় বাষ্প রয়েছে, তাই বৃষ্টি না হলে কিছুটা অস্বস্তি হবে দিনে ও রাতে।

কলকাতায় তাপমান 

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ। 

ভিনরাজ্যে 

ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গুজরাট তামিলনাডু পন্ডিচেরি করাইকাল কেরল মাহে কর্ণাটকে। দেশের প্রায় অর্ধেক অংশেই বর্ষা বিদায় হয়ে গেছে। দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি চলবে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব ক্রমশ বাড়তে থাকবে। দেশ জুড়ে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.