নিজস্ব প্রতিবেদন: চিনের পর ভারত। লকডাউনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর জন্য বিশেষ বিমান চালাচ্ছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সেইসব বিমান চলাচলের ওপরে বিধিনিষেধ আরোপ করল ট্রাম্প প্রশাসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কাঁকুরগাছি হত্যালীলা: বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে ছেলেকে নিয়েই কলকাতায় আসেন জামাই অমিত


সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত দুদেশের বিমান চলাচল সংক্রান্ত নিয়ম কানুন মানছে না। বরং অসত্ উপায় অবলম্বন করে বিমান চালাচ্ছে।  প্রসঙ্গগত, করোনার কারণে বিমান চলাচল বন্ধ হওয়ার পর বিশেষ বিমানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের দেশে ফেরাচ্ছিল এয়ার ইন্ডিয়া।


অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বিমান আসাযাওয়া বন্ধ করেছে ভারত। এতে মার্কিন বিমান পরিবহণ সংস্থাগুলো প্রবল ক্ষতির মুখে পড়েছে।  তাতেই খেপেছে ট্রাম্প প্রশাসন।


মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে,  ভারতকে মর্কিন যুক্তরাষ্ট্রে বিমান চালাতে গেলে বিশেষ অনুমতি নিতে হবে। এতে মার্কিন বিমান পরিবহণ মন্ত্রক ওইসব বিমান দুদেশের চুক্তি মানছে কিনা তা খতিয়ে দেখতে পারবে। পাশাপাশি মার্কিন বিমান ভারতে চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ দিল্লি আরোপ করেছে তা তুলে নিলে ভেবে দেখতে পারে মার্কিন প্রশাসন।


আরও পড়ুন-গল্পস্বল্প: ফ্যাতাড়ুরা যে কখন বিস্ফোরণ ঘটাবে সরকারও টের পাবে না!
 
সম্প্রতি, চিনের বিশেষ বিমান ওঠানামার ওপরেও বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।  কারণ তার আগেই চিন সরকার মার্কিন বিমান ওঠানামা বন্ধ করেছিল। গত ১৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, চিন সরকার যদি মার্কিন বিমান সেদেশে ওঠানামা করতে দেয় তাহলে তারাও সাপ্তাহে ৪টে চিনা বিমান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চলাচল করতে দেবে।