জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমজনতার বিক্ষোভে দেশছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। সকালের আলো ফুটতেই তিনি পৌঁছে গিয়েছেন মলদ্বীপে। শোনা যাচ্ছে বুধবারই তিনি পদত্যাগ করতে পারেন। আপাতত সেনার হাতে দেশ। গোটা দেশে চলছে জরুরি অবস্থা। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে সেনাকে নির্দেশ দিয়েছেন, যে কোনও মূল্যে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে, ২০ জুলাই সম্ভবত দেশে প্রসিডেন্ট নির্বাচন। শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ ছাড়লে নেতৃত্ব বর্তায় দেশের প্রধানমন্ত্রীর উপরে। দেশের এমন আর্থিক পরিস্থিতিতে রাজাপক্ষের পাশাপাশি প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিঙ্ঘের উপরে তেমন আস্থা নেই সাধারণ মানুষের। তবে তাঁকেই কার্যকরী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন স্পিকার মহিন্দ্রা ইয়াপা আবেবর্ধনে।


কারা রয়েছেন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে


প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন রনিল বিক্রমসিঙ্ঘে। এর পরই তালিকায় রয়েছেন দুলাস দাহাম কুমারা। মহিন্দা রাজাপক্ষে সরকারের তথ্যমন্ত্রী দুলাস রাজাপক্ষ পরিবারের ঘনিষ্ঠ বলেই দেশে পরিচিত। 


পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে সাজিথ প্রেমাদাসা-র এজেবি জোটের দখল রয়েছে ৫৩ এমপি। তাদের সঙ্গে যোগ দিতে পারেন আরও ৪৩ এমপি এবং অন্যান্য ১৩ সাংসদ। ফলে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন সাজিথ প্রেমাদাসা।


কে এই সাজিথ প্রেমাদাসা? এসজেবি জোটের প্রধান সাজিথ জানিয়েছেন গোটাবায়া পদত্য়াগ করার পরই তিনি রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইয়ের কথা ভাববেন। দেশের প্রাক্তন প্রেসিডেন্ট রনসিঙ্ঘে প্রেমাদাসার পুত্র সাজিথ প্রেমাদাসা। ১৯৯৩ সালের ১ মে এলটিটিই জঙ্গিদের হামলায় নিহত হন রনসিঙ্ঘে প্রেমাদাসা।


রাজনীতির কেরিয়ারে সাজিথের বিরুদ্ধে কোনও দুর্নীতির দাগ নেই। পাশাপাশি সরকার চালানোর ক্ষেত্রেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। দেশে জাতি বিদ্বেষ ও সংখ্যালঘুদের বিরুদ্ধে বরাবরই সরব ছিলেন সাজিথ।


আরও পড়ুন-Sri Lanka crisis: পলাতক প্রেসিডেন্ট, জরুরি অবস্থা জারি হল শ্রীলঙ্কায়


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)