জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন অর্থমন্ত্রী তথা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অন্যতম নাম ঋষি সুনাক এবার চিনের বিরুদ্ধে সুর চড়ালেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছিল, ঋষি নাকি চিনের প্রতি কিঞ্চিৎ নরম মনোভাবাপন্ন। যখন এইরকম শোনা যাচ্ছিল, ঠিক তখনই চিনের প্রতি ক্ষোভ উগরে দিলেন ঋষি সুনাক। বললেন, যুক্তরাজ্য এবং বিশ্বের কাছে অন্যতম ভীতিপ্রদ রাষ্ট্র হল চিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংস্কৃতি বা ভাষা-কর্মসূচির মাধ্যমে চিনের 'সফট-পাওয়ার' বিস্তারের যে প্রভাব তা ঠেকাতে ব্রিটেনে ৩০টি কনফুসিয়াস ইনস্টিটিউটের সব ক'টিই বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন সুনাক। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলি থেকে চিনের কমিউনিস্ট পার্টিকে বিতাড়িত করার অঙ্গীকারও করেন তিনি। বলেন চিনের গোয়েন্দা-তৎপরতা মোকাবিলায় ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হবে। সাইবার জগতে চিনের হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলার চেষ্টাও করবেন বলে জানান ঋষি।


সুনাকের সাড়া-ফেলে দেওয়া দাবি, চিন তাঁদের প্রযুক্তি চুরি করছে, তাঁদের বিশ্ববিদ্যালয়গুলিতে অনুপ্রবেশ করেছে। রাশিয়ার তেল কিনে ভ্লাদিমির পুতিনকে সমর্থন করছে। প্রতিবেশীদের হয়রানির চেষ্টা করছে। সুনাক বলেন, চিন মানবাধিকারের রীতিনীতি লঙ্ঘন করে স্বদেশের জনসাধারণকে নির্যাতন ও আটক করছে এবং জোর করে নিজেদের মতাদর্শ তাঁদের উপর চাপিয়ে দিচ্ছে। ঋষি বলেন, 'যথেষ্ট হয়েছে। দীর্ঘ সময় ধরে ব্রিটেন ও পশ্চিমের রাজনীতিকেরা চিনের দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ড ও উচ্চাকাঙ্ক্ষাকে স্বাগত জানিয়ে এসেছে। আর নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দিন থেকেই এটা পাল্টে দেব আমি।'  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: French Parliament: টাই কি পরতেই হবে? ফরাসি পার্লামেন্টে হঠাৎ-বিতর্ক