ওয়েব ডেস্ক : আর এভারেস্টে চড়া হল না। বরফের ওপর সূর্যের আলো পড়ে আর ঝলমল করে উঠবে না তাঁর কীর্তি। তিনি হারিয়ে গেলেন চিরদিনের জন্য। এভারেস্টের ক্যাম্প ওয়ানের কাছে দুর্ঘটনায় প্রাণ হারালেন 'সুইস মেশিন' ইউলি স্টেক। আজ সকালে ছ'জন উদ্ধারকারী তাঁর দেহ উদ্ধার করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একাই উঠতেন পাহাড়ে। সাহায্য নিতেন না কোনও প্রযুক্তির। দৌড়ে দৌড়ে পাহাড়ে ওঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন। মাত্র ২৮ ঘণ্টায় জয় করেছিলেন অন্নপূর্ণা!



নতুন পথে এবারও পৃথিবীর শীর্ষ বিন্দুতে পৌছনোর চেষ্টা করছিলেন তিনি। তবে সে স্বপ্ন পূরণ হল না। সূত্রের খবর, দুর্ঘটনায় ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ। বহু রেকর্ডের অধিকারী স্টেক অক্সিজেন ছাড়াই লোতসে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেইমতো প্র্যাকটিস করছিলেন তিনি। সেখান থেকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।



আরও পড়ুন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত দাউদ ইব্রাহিম? তুঙ্গে জল্পনা!