নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই তালিবান আগ্রাসনের সামনে দাঁড়িয়ে পঞ্জশির জানিয়েছিল, তারা বিনাযুদ্ধে নাহি দেবে সূচ্যগ্র মেদিনী। কিন্তু সেই প্রতিজ্ঞা ও প্রতিরোধ কি ভেঙে পড়ল?  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেননা, তালিবানের দাবি, পঞ্জশির-লাগোয়া বাঘলান প্রদেশের তিনটি জেলা ইতিমধ্যেই তাদের দখলে এসেছে। এবার তাদের লক্ষ্য পঞ্জশির।


আরও পড়ুন:  Greece: আফগান শরণার্থী আটকাতে রাতারাতি ৪০ কিমি পাঁচিল তুলল গ্রিস


তালিবানি দাবি, তাদের যোদ্ধারা ইতিমধ্যেই পঞ্জশিরের (Panjshir valley) কাছাকাছি পৌঁছে গিয়েছে। দখল কায়েম হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তাখর (Takhar), বাদাখশান (Badakhshan) এবং আন্দারাবের (Andarab) দিক দিয়ে পঞ্জশিরকে ঘিরে ফেলা হয়েছে বলেও জানাচ্ছে তালিবান। পাশাপাশি তালিবান মুখপাত্রের দাবি, অস্ত্র প্রয়োগ নয় বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।


১৫ অগস্ট কাবুল দখল হলেও আফগানিস্তানের বেশ কিছু এলাকায় এখনও ঢুকতে পারেনি তালিবান। তবে এ বার সেই লক্ষ্যেই এগোচ্ছে তারা। তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদের (Zabihullah Mujahid) দাবি, বানো (Bano), পুল-ই-হিসার (Pul e-Hesar) এবং দেহ সালাহ (Deh Saleh) জেলা তাদর দখলে এসেছে। এই তিন জেলাই বাঘলান প্রদেশের। বাঘলান দখলের পর এ বার তালিবানের লক্ষ্য বাঘলান-লাগোয়া পঞ্জশির। যেখানে এখনও পর্যন্ত ঢুকতে পারেনি তালিবান।


প্রথম দফায় তালিবানের অধরা ছিল আহমেদ শাহ মাসুদের পঞ্জশির। এ বার তালিবানের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্বে শের আহমেদ শাহের পুত্র আহমেদ মাসুদ।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Afghanistan: আফগান মেয়েরা অ্যাস্ট্রোনট হওয়ার স্বপ্নও দেখতেন-- বললেন কাবুল-ফেরত তমাল