ওয়েব ডেস্ক: জার্মানিতেও কী এবার জঙ্গি হামলা? জার্মানির মধ্য বার্লিনে একটি জনবহুল ক্রিস মাস মার্কেটে ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক। ট্রাকে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২জনের। গুরুতর জখম ৫০ জন। ঘটনার পেছনে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে জার্মান প্রশাসন। বাড়তে পারে হতাহতের সংখ্যা। বেপরোয়া ট্রাকের ঝোড়ো তাণ্ডবে ভেঙে পড়ে বাজারের একাধিক দোকান।  সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আততায়ীর গুলিতে মৃত্যু হল তুর্কিতে রাশিয়ান রাষ্ট্রদূত অ্যান্ড্রে কারলভের


তবে ওই ঘাতক ট্রাকের চালক তা এখনও নিশ্চিত হয়নি পুলিস।  খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বার্লিনের মেয়র মিখায়েল মুলার। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রাকটি যখন বাজারে ঢোকে তখন কোনও পালানোর অবস্থা ছিল না। কানে আসছিল বাঁচার আর্তনাদ। তিনি জানিয়েছেন তাঁর পাশ দিয়েই প্রচন্ড গতিতে বেরিয়ে যায় ট্রাকটি। কোনওক্রমে প্রাণে বেঁচে যান তিনি।গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিস।


আরও পড়ুন  বীরেন্দ্র সেহবাগের পর টেস্টে ৩০০ করলেন করুন নায়ার