মোদীকে ধন্যবাদ জানালেন উচ্ছ্বসিত ট্রাম্পকন্যা
ধন্যবাদ প্রধানমন্ত্রী। ভারতে অনুষ্ঠিত (এই বছরের শেষের দিকে) হতে চলা আন্তর্জাতিক উদ্যোগপতি সম্মেলনে মার্কিন ব্রিগেডকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে বেছে নেওয়ায় হোয়াইট হাউসের বর্তমান অতিথি নরেন্দ্র মোদীকে বিশেষ ধন্যবাদ জানালেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্প। উল্লেখ্য, ইভাঙ্কা বর্তমানে এক আমেরিকার অন্যতম এক ব্যবসায়ী ও প্রাক্তন মডেল। পাশাপাশি, প্রেসিডেন্ট বাবার সহকারি হিসাবেও তিনি কাজ করেন। তাঁর স্বামী জ্যারেড কুশনারও ট্রাম্প প্রশাসনের অন্যতম উপদেষ্টা।
ওয়েব ডেস্ক: ধন্যবাদ প্রধানমন্ত্রী। ভারতে অনুষ্ঠিত (এই বছরের শেষের দিকে) হতে চলা আন্তর্জাতিক উদ্যোগপতি সম্মেলনে মার্কিন ব্রিগেডকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে বেছে নেওয়ায় হোয়াইট হাউসের বর্তমান অতিথি নরেন্দ্র মোদীকে বিশেষ ধন্যবাদ জানালেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্প। উল্লেখ্য, ইভাঙ্কা বর্তমানে এক আমেরিকার অন্যতম এক ব্যবসায়ী ও প্রাক্তন মডেল। পাশাপাশি, প্রেসিডেন্ট বাবার সহকারি হিসাবেও তিনি কাজ করেন। তাঁর স্বামী জ্যারেড কুশনারও ট্রাম্প প্রশাসনের অন্যতম উপদেষ্টা।
ইভাঙ্কাকে ভারতে অনুষ্ঠিতব্য সম্মেলনে নেতৃত্বের জন্য আমন্ত্রণের পাশাপাশি ডোনাল্ড ও মেলেনিয়া ট্রাম্পকেও ভারতভূমিতে আসার জন্য সনির্বন্ধ আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গতকাল ভারতীয় সময় অনুসারে গভীর রাতে বৈঠকে বসেন মোদী ও ট্রাম্প। সেই বৈঠকে সর্বাধিক গুরুত্ব পেয়েছে সন্ত্রাসবাদকে নির্মূল করার বিষয়। তার আগেই হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সম্মানে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। ট্রাম্প দম্পতির উষ্ণ আতিথেয়তায় মোদীর এই ডিনার ইতিহাসের পাতাতেও ঠাঁই পেল। কারণ, ট্রাম্প জামানায় হোয়াইট হাউসে প্রথম অতিথি রাষ্ট্রপ্রধান হিসাবে রাতের খাওয়া সারলেন মোদী। (আরও পড়ুন- গভীর রাতে মোদী-ট্রাম্প বৈঠক)