নিজস্ব প্রতিবেদন: দেড় দশকেরও আগে চালু হয়েছিল টুইটার। ২০০৬ সালের ৬ মার্চ প্রথম টুইটটি করেছিলেন টুইটারের সিইও জ্য়াক ডোরসে। এতদিন পর নিলাম করা হল সেই টুইট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-BJP-র ইশতাহার অডিও ক্য়াসেটের মতো, শুধু শোনা যায়, কোনও কাজ বাস্তবে দেখা যায় না: Abhishek


দুনিয়ার প্রথম টুইটটি(Tweet) নিলাম করে উঠেছে ১৮ কোটিরও বেশি টাকা। ওই অর্থ কোনও দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন বলে জানিয়েছেন ডোরসে। ওই টুইটটি কিনেছেন সিনা স্টাভি নামে এক ব্যক্তি। তিনি ব্রিজ ওরাকেল নামে একটি কোম্পানির সিইও।


আরও পড়ুন-BJP-র অভিযোগে Election Commission জমা পড়ল Mamata ভাষণের ভিডিয়ো


দুনিয়ার প্রথম টুইটে টুইটারের(Twitter) সিইও লিখেছিলেন, 'just setting up my twttr’'। এতদিন Valuables নামে এক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলাম করার সিদ্ধান্ত নেন ডোরসে। Valuables এর তরফে জানানো হয়েছে, এই টুইটটি খুবই মূল্যবান কারণ এটিতে রয়েছে যিনি এটি করেছিলেন তাঁর সাক্ষর।