সেলিম রেজা, বাংলাদেশ: আত্মহত্যার উপর পরিচালিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে, গত ৫০ বছরে সারা পৃথিবীর মধ্যে মূলত উন্নয়নশীল দেশগুলোতে আত্মহত্যার হার ৬০ শতাংশ বেড়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর মধ্যে বাংলাদেশেই ২.০৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে আত্মহত্যার প্রবণতা। দেখা গেছে প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ৩০ জন মানুষ আত্মহত্যা করছে।


বেশ কয়েকটি গবেষণায় জানা গেছে, ৬ বছরে প্রায় ৭০ হাজার মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশে আত্মহত্যা করেছেন ১০,৭৪৯ জন।


জানা গেছে ২০১৭ সালে সারা বাংলাদেশে আত্মহত্যার ঘটনা ১০,২৫৬। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ১১০০০। ২০১৯ সালে সারা বাংলাদেশে ১০ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছেন। আর ২০২০ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৪৩৬-এ।
 
২০২১ সালের আত্মহত্যার সঠিক পরিসংখ্যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) মতে, ২০২১ সালে ১১ হাজারের বেশি মানুষ আত্মহত্যা করেছেন।


আরও পড়ুন: Covid 19 in China: প্রকাশ্যে গান নয়, নিষিদ্ধ চুম্বন-আলিঙ্গন! এই দেশে লাগু নয়া নিয়ম


বাংলাদেশের সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশন জানিয়েছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে আত্মহত্যা ৪৪.৩৬ শতাংশ বেড়েছে। এর মধ্যে নারীর ক্ষেত্রে ৫৭ শতাংশ এবং পুরুষের ক্ষেত্রে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


করোনাভাইরাস অতিমারির সময় ২০২১ সালে সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এদের মধ্যে ৬৫ জন পুরুষ এবং ৩৬ জন মহিলা। গবেষকরা মনে করছেন, মহামারির মধ্যে সামাজিক, আর্থিক ও পারিবারিক চাপে হতাশা বেড়ে যাওয়া আত্মহত্যার কারণ হতে পারে।


বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যার প্রবণতা একটি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। মানসিক স্বাস্থ্যের চিকিৎসার মাধ্যমে আত্মহত্যার ঘটনা কমিয়ে আনা সম্ভব। এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা ও প্রয়োজনীয় কাউন্সেলিং।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)