নিজস্ব প্রতিবেদন: আশ্বিন কাটলেও কাটেনি আশ্বিনে ঝড়ের আশঙ্কা। শনিবার নভেম্বরের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস দিয়ে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দফতর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবারের পূর্বাভাসে ঢাকা থেকে জানানো হয়েছে, নভেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে জোড়া নিম্নচাপ। যার একটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। নভেম্বরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কোনও বিরল ঘটনা নয়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলি তামিলনাড়ু থেকে চট্টগ্রাম পর্যন্ত ভারতীয় উপমহাদ্বীপের পূর্ব উপকূলের যে কোনও জায়গায় আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্দিষ্ট ভাবে কোনও জায়গায় আছড়ে পড়বে তা বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আবহবিদরা। 


আরও পড়ুন - দক্ষিণ কাশ্মীরে এখনো ঘুরে বেড়াচ্ছে ১১৫ জঙ্গি, জানাল সেনা


ওদিকে উত্তুরে হাওয়া বইতে শুরু করায় উত্তর-ভারতসহ গোটা দেশে তাপমাত্রা ক্রমশ কমছে। এক নাগাড়ে কমছে দিন ও রাতের তাপমাত্রা। যদিও উত্তর - পূর্ব মৌসুমিবায়ুর প্রভাবে ব্যাপক বর্ষণ হচ্ছে চেন্নাইসহ তামিলনাড়ুতে। গত ৮ দিনে চেন্নাইয়ে মরশুমের ৭৪ শতাংশ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।