জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর পর দুটি তীব্র ভূমিকম্পে (Earthquake Japan Hit Twice) কেঁপে উঠল জাপান। প্রথমে ৬.৩ মাত্রার  ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান উপকূল সংলগ্ন অঞ্চল। ৬.৩ মাত্রার পর ফের ৫  মাত্রার কম্পনে কেঁপে ওঠে ওই একই অঞ্চল। বৃহস্পতিবার জাপানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, জাপানের কুরিল দ্বীপপুঞ্জে ভূমিকম্পের ঘটনা ঘটেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Qatar Death Penalty| Indian Navy: ভারতের জয়, কাতারে মৃত্যুদণ্ড রদ ৮ প্রাক্তন নৌসেনার..


দুটি ভূমিকম্প একই অঞ্চলের আশেপাশে ২৩.৮ কিলোমিটার এবং ৪০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-র তরফে জানানো হয়েছে, এদিন দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে প্রথম বার তীব্র কম্পন অনুভূত হয়। প্রথমে ৬.৫ তীব্রতায় কেঁপে ওঠে ওই এলাকা। তারপর, দুপুর ৩টে বেজে ৭ মিনিটে আবারও কেঁপে ওঠে মাটি। 


২০২৩ সালে বছরভরই কম্পন অনুভূত হয়েছে জাপানে। চলতি ডিসেম্বর মাসের শুরুতেও সেখানে ভূমিকম্প হয়। সেবার রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৫।  ভূমি কম্পের কেন্দ্রস্থল টোকিও, জাপানের ১৪৮৮ উত্তর-পূর্বে বলে জানা যায়। তবে সেই ভূমি কম্পের কারণে কোনও প্রাণহানি ঘটেনি। পর পর এমন ভূমিকম্পে প্রমাদ গুনছেন জাপানের বাসিন্দারা। কারণ ২০১১ সালের মার্চ মাসেই ১২ বছর আগে, ভূমিকম্পের জেরেই বিপর্যয় নেমে আসে জাপানে। গ্রেট ইস্ট জাপান আর্থকোয়েক অ্যান্ড সুনামি নামে সেই বিপর্যয়কে উল্লেখ করা হয় আজও। 



আরও পড়ুন, Bangladesh General Election 2024: বাংলাদেশ নির্বাচনে হাসিনার আওয়ামী লিগের ৮৭ শতাংশ প্রার্থী-ই কোটিপতি!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)