Earthquakes Strike Nepal: সকালের দিকেই পর পর দুটি ভূকম্প! এখন পরিস্থিতি ঠিক কেমন?
Earthquakes Strike Nepal: বুধবার সকালের দিকেই তীব্র মাত্রার দুটি ভূমিকম্প ঘটেছে নেপালের বাগলুং জেলায়। নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার (এনইএমআরসি) এই খবর নিশ্চিত করেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেপালে পর পর দুটি ভূমিকম্প। রীতিমতো সন্ত্রস্ত নেপাল। আজ, বুধবার সকালের দিকেই ৪.৭ এবং ৫.৩ মাত্রার দুটি ভূমিকম্প ঘটেছে নেপালের বাগলুং জেলায়। নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার (এনইএমআরসি) এই খবর নিশ্চিত করেছে। তাদের খবর বলছে, বাগলুং জেলার অধিকারী চাউরে ৪.৭ মাত্রার একটি কম্পন প্রথম অনুভূত হয়। দ্বিতীয় কম্পনটি আরও বেশি মাত্রার। এটি ছিল রিখটার স্কেলে ৫.৩ মাত্রার। এটি অনুভূত হয় বাগলুং জেলার খুঙ্গা অঞ্চলে। এখনও পর্যন্ত প্রাণ বা সম্পত্তিহানির কোনও খবর মেলেনি।
আরও পড়ুন: Elon Musk: এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট! ২০২৩ সালে কী ঘটতে চলেছে বাইডেনের দেশে?
এর আগে নভেম্বরেও নেপালে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেবার ভোররাতে নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল নেপালের ভূখণ্ড। এএনআই-সূত্রে জানা গিয়েছিল ভূমিকম্পে মৃতের সংখ্যা ছয়। এছাড়াও পাঁচ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সে সময়ে। শক্তিশালী ভূমিকম্পের কারণে জেলার বিভিন্ন স্থানে সেবার ধস নেমেছিল।
ধসের কারণে কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) জানিয়েছিল, নেপালের দূর-পশ্চিম অঞ্চলে তিনটি কম্পন তারা লক্ষ্য করেছে। এর মধ্যে দুটি ভূমিকম্প এবং একটি আফটারশক। তৃতীয় ঝাঁকুনিতে একটি বাড়ি ধসে পড়ার পরেই প্রাণহানির ঘটনা ঘটে। তার আগে প্রাণহানির ঘটনা ঘটেনি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)