ওয়েব ডেস্ক: সম্প্রতি পৃথিবী জুড়ে চলছে নির্বিচারে পশুহত্যা। কিছুদিন আগেই পরিবেশ বাঁচানোর অজুহাতে ২ হাজারেরও বেশি ক্যাঙ্গারু হত্যার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার সরকার। সেই পথ অনুসরণ করেই এবার আমাদের দেশেই ২৫০টিরও বেশি নীল গাই গুলি করে হত্যা করা হল ফসল নষ্টের অজুহাতে।
পরিবেশ বাঁচাতে কিংবা ফসল নষ্টের অজুহাতে নির্মমভাবে হাজার হাজার বন্যপ্রাণী হত্যা করা চলছে পৃথিবী জুড়ে। যেখানে বন্যপ্রাণী সংরক্ষণ প্রয়োজন, সেখানে শেষ করে দেওয়া হচ্ছে নিরপরাধ প্রাণ। পরিবেশের পক্ষে ঠিক কতটা ক্ষতিকর এই নীল গাই? কী এদের স্বভাব? ঠিক কোন অপরাধে ধ্বংস করে দেওয়া হচ্ছে এদের জীবন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জেনে নিন নীল গাই সম্পর্কে কয়েকটি তথ্য-


১) ব্লু বুল বা নীল গাইয়ের বিজ্ঞানসম্মত নাম বোসেলাফাস ট্র্যাগোকামেলাস।
২) এশিয়া মহাদেশের সবথেকে বড় হরিণ বিশেষ প্রাণী এটি।
৩) ঘাস, শষ্য এবং কাঠ জাতীয় তৃণ খেতে এরা বেশি ভালোবাসে।
৪) এরা ছোট ঝোপ বা বিক্ষিপ্ত গাছের মধ্যে থাকতে বেশি ভালোবাসে।
৫) ভারত, নেপাল এবং পাকিস্তানে নীল গাই সবথেকে বেশি পাওয়া যায়। এছাড়া বাংলাদেশেও কিছু সংখ্যক দেখা যায়।