নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রসঙ্ঘে ধাক্কা খেল ট্রাম্পের 'স্বীকৃতি'। ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুসালেমকে স্বীকৃতির প্রস্তাব খারিজ করল রাষ্ট্রসঙ্ঘ। তাদের মতে, এর জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেই ইজরায়েলের প্রতি তাঁর মনোভাব স্পষ্ট করছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার জেরুসালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন তিনি। তার ২ দিন পর শুক্রবার আপত্কালীন বৈঠকে বসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের মধ্যে ৮টি দেশ। পাঁচটি ইউরোপীয় দেশ বিবৃতি দিয়ে জানায়, 'ইজরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।' 


আরও পড়ুন- সুষমার ব্যক্তিগত চিঠিতে মঞ্জুর আবেদন, বড়দিনের দিনই পরিবারের সঙ্গে সাক্ষাত হবে কুলভূষণের


জেরুসালেম থেকে ভিডিও কনফারেন্সে মধ্যপ্রাচ্যে রাষ্ট্রসঙ্ঘের বিশেষ দূত নিকোলায় ম্লাডেনভ বলেন, ''মার্কিন সিদ্ধান্তের জেরে হিংসা ছড়িয়ে পড়তে পারে। উস্কানি দেওয়া থেকে সবপক্ষকে বিরত থাকতে হবে। আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে। মনে রাখতে হবে, ইজরায়েলি ও ফিলিস্তিনিদের কাছে জেরুসালেম সংস্কৃতি ও জীবনের অংশ। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসের জায়গা ইজরায়েল।''