হঠাত্ই সমুদ্রতীরে ভেসে এল Mysterious Mass!কেউ জানেন কী এটা? প্রশ্ন ফেসবুকে
এক ব্যক্তি ওই রহস্যময় জিনিসটিকে পত্রপাঠ সাগরে পাঠিয়ে দিতে পরামর্শ দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: একটি ছবি শেয়ার করেছে নর্থ ক্যারোলিনার ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ।
North Carolina-র National parks কর্তৃপক্ষ যে ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, এই রহস্যময় নরম তুলতুলে বস্তু, যেটটাকে তারা শনাক্ত করতে পারেননি। এজন্য অন্যের সহায়তা চেয়েছেন তাঁরা, যদি কেউ এটা শনাক্ত করতে পারেন! ওই ছবিতেই তাঁরা এই mysterious mass কথাটা উল্লেখ করেছেন।
আরও পড়ুন: মুরগির ঘিলুতেই লুকিয়ে ১১১ বছর ১২৭ দিনের রহস্য
প্রাথমিক ভাবে তারা মনে করেছে এটা স্কুইডের ডিমের থলি। জিনিসটার আঙুলের মতো নানা অংশ (appendages)আছে যা সাদা রঙের ছোট ছোট বল দিয়ে পূর্ণ। এটি অবশ্য কয়েকমমাস আগেই পাওয়া গিয়েছিল। তবে এর ছবিটি ফেসবুকে সম্প্রতিই দেওয়া হয়েছে। স্কুইড হল এক ধরনের সামুদ্রিক প্রাণী। এদের 'কাটল ফিস'ও বলে।
সৈকত-রহস্য (beach mystery) ভেদ করার যে ডাক ফেসবুকে দেওয়া হয়েছিল তার পর অনেকেই মন্তব্য করছেন। যেমন Mya Glubpanny নামে এক ব্যক্তি লিখেছেন, ওগুলি স্কুইডের ডিমই। ওগুলোকে সমুদ্রে ফেরত পাঠান। তা হলে যথাসময়ে ডিম ফুটে বাচ্চা হবে।
আরও পড়ুন: ভেঙে পড়েছে ইভলিউশন থিয়োরির স্মৃতি বিজড়িত Darwin's Arch