হঠাৎ করেই হাতের কাছে গণ্ডার, খুশি পর্যটকেরা

প্রায় আধ ঘণ্টা পরে গণ্ডারটি জঙ্গলে ঢুকে যায়।

Updated By: Mar 7, 2021, 07:02 PM IST
হঠাৎ করেই হাতের কাছে গণ্ডার, খুশি পর্যটকেরা

নিজস্ব প্রতিবেদন: মেঘ না চাইতেই জল। লোকজন গিয়েছিলেন নদী-জঙ্গল ঘোরাঘুরি করতে। মিলে গেল গণ্ডার-দর্শন।

মালবাজার (Malbazar) মহকুমার মেটেলি ব্লকের (Meteli block)মূর্তি নদীর (Murti River) ধারে শনিবার সকাল-সকাল চলে এসেছিল একটি গণ্ডার (Rhinoceros)। তাকে দেখতে ভিড় করল পর্যটকেরা। শনিবার গরুমারা জঙ্গল (Gorumara national park) থেকে বের হয়ে গণ্ডারটি মূর্তি নদীর ধারে চলে আসে। এ খবর জানাজানি হতেই পর্যটক-সহ সাধারণ মানুষ ভিড় করেন গণ্ডারটি দেখার জন্য। 

গণ্ডারটি খুনিয়ামুখী রাজ্য সড়ক পার হয়। এই গণ্ডারটি মূলত চাপরামারি, পনঝোরা ও গরুমারার জঙ্গলে ঘোরাফেরা করে। এদিন গণ্ডারটি মূর্তি নদীর পাশে পনঝোরা জঙ্গলে ছিল। প্রায় আধ ঘণ্টা পরে গণ্ডারটি আবার পনঝোরা জঙ্গলে ঢুকে যায়।

আরও পড়ুন: WB Assembly Election 2021 : 'সিন্ডিকেট ও তোলাবাজি' ইস্যুতে Modi-র বিরুদ্ধে বিস্ফোরক Mamata

খবর পেয়ে গণ্ডার দেখতে যান পরিবেশপ্রেমীরা। খবর পেয়ে আসেন মূর্তি বিটের বনকর্মীরাও। মূর্তি সেতুর উপর থেকে গণ্ডারটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। যদিও বনকর্মীরা কাউকেই জঙ্গলের সামনে যেতে দেননি। শোনা গেল, এরকম মাঝেমধ্যেই নদী থেকে জঙ্গলে ও জঙ্গল থেকে নদীতে ঘোরাফেরা করে গণ্ডার।  

এদিন মূর্তি নদী এলাকায় ঘুরতে আসা সুবীর দাস, অমিত গুহরা বলেন, আমাদের ভাগ্য ভাল যে, এত সহজেই গণ্ডার দেখতে পেলাম।

আরও পড়ুন: WB Assembly Election 2021: স্কুটি যখন নন্দীগ্রামে পড়তে চাইছে, আমরা কী করব: Modi

.