জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত তাঁর কাছে নতুন দেশ নয়। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ে ২০১৩ সালে ভারত-সফরে এসেছিলেন জো বাইডেন (Joe Biden)। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরে তাঁর আসা হয়নি। এবার সেটা ঘটতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম ভারত আসবেন বাইডেন। আগামী সেপ্টেম্বর মাস নাগাদ মার্কিন প্রেসিডেন্টের এই সফরে হতে পারে বলে জানা গিয়েছে। বলা হয়েছে, চলতি বছরটি ভারত-আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য বছর হিসেবে পরিগণিত হতে চলেছে। সেই প্রেক্ষিতে এই সফর তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Heatwave: প্রায় ১৬০০০ প্রাণ কেড়েছে তাপপ্রবাহ! ভয়ংকর দাবদাহ আর কোন বিপর্যয় ঘটিয়েছে?


প্রেসিডেন্ট বাইডেনের ভারত সফরের বিষয়টি নিয়ে আমেরিকার অ্যাসিট্যান্ট সেক্রেটারি অব স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ডোনাল্ড লু বলেছেন, এটা একটা উল্লেখযোগ্য বছর হতে চলেছে। ভারত জি-২০ সম্মেলন আয়োজন করেছে, আমেরিকা আয়োজন করছে APEC, জাপান আয়োজন করছে জি-৭। কোয়াড সদস্যরা বিভিন্ন ব্যাপারে নেতৃত্বের ভূমিকা নিচ্ছে। এ সবই আমাদের (ভারত ও আমেরিকা) আরও কাছাকাছি আসার সুযোগ করে দিচ্ছে। 


আরও পড়ুন: El Nino: উফ্! ক্রমশ বাড়তেই থাকবে গরম! কেন বলছেন বিজ্ঞানীরা শুনলে চমকে উঠবেন...


বাইডেনের সফর প্রসঙ্গে ডোনাল্ড লু বলেন, আমাদের প্রেসিডেন্ট এ বছর সেপ্টেম্বরে ভারত-সফরে যেতে মুখিয়ে রয়েছেন। এটা প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম ভারত সফর। জি-২০ সম্মেলন উপলক্ষেই ভারতে যাবেন বাইডেন। তাই আগামী কয়েক মাসে কী ঘটে, সে দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছি আমরা।


ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে তৈরি হয়েছে চতুর্দেশীয় অক্ষ-- যার নাম 'কোয়াড' (QUAD)। 'কোয়াডে'র ব্যাপারেও কথা বলেছেন ডোনাল্ড লু। তিনি বলেছেন, মার্চ মাসে ভারতের বিদেশমন্ত্রী কোয়াডের মন্ত্রীপর্যায়ের বৈঠক ডেকেছিলেন। চার বিদেশমন্ত্রী সেই বৈঠকে অংশও নিয়েছিলেন। কোয়াড নিয়ে জনসমক্ষে এরকম বৈঠক এই প্রথম হল। আর এসবেরই জেরে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কোয়াডের চার দেশ নিজেদের আরও কাছাকাছি আসতে চলেছে।


জি-২০ সম্মেলনের সফল আয়োজনের জন্য ভারতের প্রশংসাও শোনা গিয়েছে মার্কিন আধিকারিকের মুখে। ভারতের নেতৃত্বে জি-২০ বিশ্বের শক্তিশালী এক মঞ্চ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন ডোনাল্ড লু।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)