El Nino: উফ্! ক্রমশ বাড়তেই থাকবে গরম! কেন বলছেন বিজ্ঞানীরা শুনলে চমকে উঠবেন...

El Nino returns: চলতি বছর এবং আগামী বছরে পৃথিবীর তাপমাত্রা রেকর্ড হারে বৃদ্ধি পাবে বলে শোনা যাচ্ছে। কারণ হিসেবে বিজ্ঞানীরা জানিয়েছেন এল নিনো ফিরছে!

| Apr 20, 2023, 20:14 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর গরমে নাজেহাল ভারত। হাঁসফাঁস অবস্থা বিভিন্ন রাজ্যের। রোজই লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। তাপপ্রবাহে অস্থির পশ্চিমবঙ্গও। রাজ্যের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রিও ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে নতুন আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানীরা।

1/6

এল নিনো ফিরছে

আবহাওয়ার বিভিন্ন মডেল দেখে বিজ্ঞানীরা মনে করছেন, প্রশান্ত মহাসাগরে লা নিনা পরিস্থিতির পর এল নিনো এবার ফিরছে। 

2/6

লা নিনা-র উল্টো

লা নিনা পরিস্থিতির ফলে তাপমাত্রা কমে, আর এল নিনো-র ক্ষেত্রে তাপমাত্রা বাড়ে।

3/6

এল নিনো

দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলবর্তী দেশগুলিতে এল নিনো ঘটে। মোটামুটি ২-৭ বছর ছাড়া ছাড়া ফেরে এল নিনো। এর ফলে মহাসাগরের জলস্তরের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়ে। 

4/6

প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত

এর ফলে উপকূল এলাকার বায়ুমণ্ডল গরম হয়ে ওঠে।  প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত থেকে গরম জলের স্রোত মহাসাগরের পূর্ব দিকে ধেয়ে যায়। পূর্ব উপকূলের  গরম জল তাপমাত্রা বাড়িয়ে দেয় মহাসাগর-সংলগ্ন স্থলভাগের বিভিন্ন দেশের। 

5/6

বিশ্বের উষ্ণতম বছর

২০১৬ সাল ছিল বিশ্বের উষ্ণতম বছর। এল নিনো-র জেরে সেবার দুর্ভোগে পড়তে হয়েছিল ভারতকেও। ২০১৫ সালে দেশের বিভিন্ন প্রান্তে খরা পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃষ্টির পরিমাণও উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছিল। 

6/6

স্বাভাবিক বর্ষাই?

আবহাওয়া দফতর অবশ্য জানিয়ে রেখেছে, চলতি বছরে দেশে স্বাভাবিক বর্ষাই হবে। এখন অপেক্ষাই সার!