`চিনের সঙ্গে কোনও আপোস নয়` টিকটকে তথ্য নিরাপত্তায় কড়া বার্তা আমেরিকার
চিনা Huawei কোম্পানির বিরোধিতার কথা টেনে এনে বলেন, `ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আপোসের বিরুদ্ধে আমেরিকা।`
নিজস্ব প্রতিবেদন: ভারত সরকার টিকটক-সহ ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল আমেরিকা। সম্প্রতি মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও জানিয়েছিলেন আমেরিকাও চিনা অ্যাপ ব্যান করার কথা গুরুত্ব দিয়ে ভাবছে।
এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়ে দিলেন আমেরিকা তথ্য নিরাপত্তার স্বার্থে টিকটক-সহ চিনা অ্যাপের বিরুদ্ধে কড়া অবস্থান রাখবে। মাইক পেন্স ওয়াশিংটনের চিনা Huawei কোম্পানির বিরোধিতার কথা টেনে এনে বলেন, "ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আপোসের বিরুদ্ধে আমেরিকা।"
আরও পড়ুন:আমেরিকায় আরও এক "জর্জ ফ্লয়েড!" ফের কৃষ্ণাঙ্গর ঘাড়ে হাঁটু চেপে বসল পুলিস
তিনি এ-ও জানিয়েছেন Huawei হোক কিংবা টিকটক, যা আমেরিকার তথ্য নিরাপত্তায় আঘাত হানবে তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে। পেন্স জানিয়েছেন টিকটক টিনের কমিউনিস্ট পার্টিকে গ্রাহক তথ্য দিয়ে সাহায্য করছে, একথা কানে এসেছে তাঁর। যা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ফেডারেল কমিশন ও মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট এই বিষয় খতিয়ে দেখছে।