Omicron: রেকর্ড হারে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা, ভাইরাসের দাপটে চিন্তায় বিশ্ব
শিশুদের করোনা আক্রান্ত নিয়ে চিন্তিত মার্কিন প্রশাসনও।
নিজস্ব প্রতিবেদন: ক্রমশ বাড়ছে করোনাভাইরাস। শুধু তাই নয়, আগামী সপ্তাহের মধ্যে বাড়বে ওমিক্রন, এমনটাও বলা হয়েছে। তবে চিন্তা বাড়ছে অন্য জায়গায়। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেশি। হাসপাতালে ভর্তি হচ্ছে একাধিক শিশুরা। বাইডেনের দেশে একদিনে কোভিড আক্রান্ত হয়েছে ৫ লক্ষ ৮০ হাজার জন।
এদিকে শিশুদের করোনা আক্রান্ত নিয়ে চিন্তিত মার্কিন প্রশাসনও। ফিলাডেলফিয়ার চিলড্রেনস হাসপাতালের সংক্রামক-রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পল অফিট বলেছেন, "এটি খুব হৃদয়বিদারক। গত বছরও কঠিন সময় গিয়েছে। কিন্তু এখনও যদিও হাতে প্রতিরোধক রয়েছে।" ২২ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে ১৭ বছর এবং কমবয়সি শিশুরা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার সিডিসি জানিয়েছে আগের সপ্তাহের তুলনায় ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ।
আরও পড়ুন, Rainer Maria Rilke: 'সিদ্ধান্তহীন শহরের ভিতরে' জেগে থাকেন এক শান্ত মরমি কবি!
অতিমারীর সময়ে সেপ্টেম্বরে রেকর্ড হার বেড়েছিল শিশুদের আক্রান্তে। মার্কিন ইউনিভার্সিটি অব মিনেসোটার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মাইকেল অস্টারহোম বৃহস্পতিবার বলেছেন, আগামী মাসের শুরুতে ঝড়ের সম্মুখীন হতে পারে যুক্তরাষ্ট্র। পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে গত সাতদিনে গড়ে ২ লক্ষ ৯০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনায় সনাক্ত হয়েছেন ৫ লক্ষ ৭২ হাজারের বেশি মানুষ। একদিনে মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।
অন্যদিকে, দেশের চার মেট্রো শহরের মধ্যে কলকাতা, মুম্বই, দিল্লিতে বাড়ছে করোনা দাপট। দৈনিক আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে এই তিন শহরে। দিল্লি, মুম্বইতে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতায় ২৪ ঘণ্টায় দ্বিগুণ বেড়েছে কোভিড। ওমিক্রন দাপট বাড়তেই দেশের এই গুরুত্বপূর্ণ শহরে বেড়েছে আক্রান্তের সংখ্যা। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার নমুনায় ৫৪ শতাংশ ক্ষেত্রে বাড়ছে ওমিক্রন।