মার্কিন ভিসা চাই! দিতেই হবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য
যারা তাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে তথ্য চেপে যাবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে
নিজস্ব প্রতিবেদন: ভিসা নিয়মে বড়সড় রদবদল করল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন থেকে সেদেশে ভিসা পেতে গেল দিতে হবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য। এছাড়াও দিতে হবে অন্তত পাঁচ বছরের পুরনো ই-মেইল অ্যাড্রেস ও ফোন নম্বর।
আরও পড়ুন-লাইনে খেলতে থাকা শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু বাবা-ছেলের
টাম্প প্রশাসনের ওই সিদ্ধান্ত প্রভাব ফেলবে কমপক্ষে ১৪.৭ মিলিয়ন বা ১ কোটি ৪৭ লাখ মানুষের ওপরে। তবে কিছু কূটনৈতিক ও অন্যান্য ভিসা ওই কড়া নিয়মকানুনের বাইরে রাখা হয়েছে। তবে মার্কিন মুলুকে যারা বেড়াতে বা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে তথ্য দিতেই হবে।
মার্কিন স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, দেশের মানুষের নিরাপত্তার লক্ষ্যে আমরা ভিসা আবেদনকারীদের নথি খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে।
আরও পড়ুন-ভারতীয় হাইকমিশনের ইফতার পার্টিতে অতিথিদের হেনস্থা পাকিস্তানের, ফিরে যেতে বাধ্য হলেন অনেকেই
উল্লেখ্য, এই ধরনের তথ্য দিতে হতো জঙ্গি অধ্যুসিত এলাকার মানুষজনকে। কিন্তু এখন সবাইকেই এই তথ্য দিতে হবে। কিন্তু যারা তাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে তথ্য চেপে যাবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।