Vodafone Layoffs: ১১ হাজার `জটিলতা` ছেঁটে অচিরেই সহজ-সরল হচ্ছে ভোডাফোন...
Vodafone Layoffs: টেক সেক্টরে নিজেদের আরও ভালো করে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই ব্রিটিশ মোবাইল জায়ান্ট ভোডাফোন ১১ হাজার কর্মী ছাঁটাই করবে! এ কথা জানিয়ে কী বললেন কোম্পানির নতুন সিইও?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার ব্রিটিশ মোবাইল জায়ান্ট ভোডাফোনে ১১ হাজার ছাঁটাই! তিন বছরে এটা করা হবে। টেক সেক্টরে নিজেদের আরও ভালো করে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই তারা এরকম করবে। ভোডাফোনের নতুন বস ভোডাফোন চিফ এগজিকিউটিভ মার্গেরিটা ডেল্লা ভাল্লে কোম্পানির সাম্প্রতিক পার্ফরম্যান্সের ভিত্তিতে এই ঘোষণা করেছেন। কোম্পানির সাম্প্রতিক পার্ফরম্যান্স নিয়ে তিনি খুবই বীতশ্রদ্ধ।
আরও পড়ুন: Amnesty International: গত পাঁচ বছরের মধ্যে সম্প্রতি দেওয়া হল সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড!
কোম্পানির সাম্প্রতিক পার্ফরম্যান্সের প্রেক্ষিতে তিনি কী ভাবছেন সেটা ব্যাখ্যা করতে গিয়ে ভোডাফোন চিফ এগজিকিউটিভ মার্গেরিটা ডেল্লা ভাল্লে বলেছেন, ভোডাফোনের ১১ কর্মী ছাঁটাই করা হবে, যা তার কর্মীসংখ্যার মাত্র ১০ শতাংশ। সঙ্গে তিনি যোগ করেন, একটানা ভালো কাজ করতে গেলে ভোডাফোনে আনতেই হবে বদল! কিন্তু এর পরে তিনি যা বলেন, সেটায় কেউ কেউ একটু বিস্মিত হয়েছেন। তিনি বলেছেন, 'আমরা আমাদের সংস্থাকে একটু সিমপ্লিফাই করব। তাই জটিল অংশগুলি ছেঁটে ফেলব এবং নতুন রূপে প্রতিযোগিতায় নামব।'
আরও পড়ুন: A Mother's Day Letter: যুদ্ধক্ষেত্র থেকে মা'কে লেখা চিঠি ঠিকানায় পৌঁছল ১০৪ বছর পরে!
ভোডাফোন যে এতদিন হাত গুটিয়ে বসেছিল, তা নয়। এই ঘোষণার অনেক আগেই তারা ১০ হাজার কর্মী ছাঁটাই করে ফেলেছিল। বস্তুত, মন্দার কথা বলে বিশ্ব জুড়ে প্রায় সমস্ত বড় বড় কোম্পানিই গত এক-দেড় বছর ধরে নির্মম ভাবে তাদের হাজার হাজার কর্মীকে ছাঁটাই করে চলেছে। কোনও কোনও কোম্পানি একাধিক ধাপে। দেখা যাচ্ছে, কিন্তু ভোডাফোনও সেই ধাপে-ধাপে ছাঁটাইয়ের পথই নিয়েছে।
কোম্পানির শেয়ারের মূল্য বাজারে নিম্নগামী হওয়ায় ভোডাফোনের সঙ্গে নিজের কর্ম-সম্পর্কের চার বছরের মাথায় গত ডিসেম্বরে ভোডাফোনের আগের সর্বেসর্বা নিক রিড সরে দাঁড়িয়েছিলেন। তবে মঙ্গলবার ভোডাফোন জানিয়েছে, গত অর্থবর্ষে তারা ১১.৮ বিলিয়ন ইউরো লাভ করেছে।
কিন্তু আগামীদিনে কোম্পানিকে আরও সহজ-সরল আরও গতিময় করে তুলতে তারা এই নতুন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির স্থানীয় শাখা ও হেড কোয়ার্টার-- উভয় জায়গাতেই এই ছাঁটাই হবে।
অচিরেই তারা তাদের ব্রিটেনের অংশীদারি 'থ্রি'র সঙ্গে মিলে যাচ্ছে। মূলত ব্রডব্র্যান্ড ও ফাইভ-জি প্রযুক্তির ক্ষেত্রে কিছু উন্নত সংস্করণ আনতেই এই সব সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। মার্গেরিটা ডেল্লা ভাল্লে জানিয়েছেন, তাঁর এখন লক্ষ্য কাস্টমার, সিম্পলিসিটি ও গ্রোথ!