নিজস্ব প্রতিবেদন: এক ভূমিকম্পের ধাক্কাতেই ভেঙে পড়ে যে কোনও ভূখণ্ড। আর এখানে একটা নয়, দুটো নয়, চল্লিশ হাজার ভূমিকম্প!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ আইসল্যান্ডের (Iceland) একটি আগ্নেয়গিরি (volcano) থেকে লাভা বেরিয়ে আসে। মনে করা হচ্ছে, এর পিছনে রয়েছে বিপুল সংখ্যায় ভূমিকম্প (earthquake)। শেষ ২৮ দিনে ৪০ হাজার কম্পন হয়েছে এখানে। দেশের রাজধানী রেইকেভিকের (Reykjavik) সামান্য দূরেই জেগে উঠেছে শক্তিশালী আগ্নেয়গিরি। ধীরে ধীরে তার লাভা গ্রাস করছে দেশ। ভূমিকম্প, লাভা উদগীরণ-- এসবের জেরে বেহাল আইসল্যান্ড। 


আরও পড়ুন: Great East Japan Earthquake-এর দশ বছরে Japan-য়ে ফের তীব্র ভূমিকম্প


প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে, কারণ আগ্নেয়গিরির ছাই ও বিষাক্ত গ্যাস থেকে শরীরের ক্ষতি হতে পারে বলে তাঁরা সাবধান করছেন।


ইউরেশিয়ান ও উত্তর আমেরিকার টেকটনিক প্লেটের মাঝে থাকা আইসল্যান্ডে মাঝেমধ্যেই কম্পন হয়। এর উপর লাভার স্রোত। ফলে চিন্তা বাড়ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কম্পন কমলেও লাভা উদ‌্গীরণ কমার সম্ভাবনা এখনই নেই।


আরও পড়ুন: কণা 'ধরতে' বৈকালের গভীরে টেলিস্কোপ রাশিয়ার