ওয়েব ডেস্ক : বেশ ভালোই চলছিল প্রেমটা। একসঙ্গে দুজনের সঙ্গে। ঘুণাক্ষরেও ভাবেনি যে এরপর তার জন্য কী অপেক্ষা করে রয়েছে। মাথাতেও আসেনি যে তার দুই প্রেমিকা এই কাণ্ড ঘটাতে পারে! আর তারপর?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রেমিকার জন্য খাবার কিনে নিয়ে গিয়েছিল। প্রেমিকাই বোধহয় বলেছিল যে খাবার নিয়ে আসতে। কিন্তু ডোরবেল বাজাতেই এ কী কাণ্ড! সামনে দাঁড়িয়ে একসঙ্গে দুই প্রেমিকা। ঘুণাক্ষরে টেরও পায়নি, তাকে প্যাঁচে ফেলতেই একসঙ্গে এই কাণ্ড ঘটিয়েছে দুই প্রেমিকা। নিজেদের মধ্যে আলাপ করেছে, আর তারপর তাকে 'হাতেনাতে' ধরার প্ল্যান করেছে। দেখুন সেই ভিডিওটি,  



আরও দেখুন, বীভত্স!! এরকম ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ছবি আগে সামনে আসেনি