নিজস্ব প্রতিবেদন: আজ থেকে আগামি তিন দিন ধরে আকাশে দেখা যাবে স্ট্রবেরি চাঁদ। না, প্রথমেই বলে রাখা ভাল, এই চাঁদ মোটেই স্ট্রবেরির মতো দেখতে হয় না, বা হয় না গোলাপি রঙেরও। তা হলে কেন এই চাঁদের নাম এরকম?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর আমেরিকা (US) বা ইউরোপে (UK) স্থানীয় সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে সাধারণত পূর্ণিমাগুলির নামকরণ করা হয়। যেমন এই Strawberry Moon। উত্তর আমেরিকার আদি কালের কৃষকেরা যে দিনপঞ্জি মেনে চলতেন, তাতে এই পূর্ণিমার উল্লেখ থাকত। কেন? জানা যাচ্ছে, Algonquin, Ojibwe, Dakota, এবং Lakota উপজাতির মানুষজন জুন মাসের এই সময়টায় খেত থেকে পাকা স্ট্রবেরি তুলতেন। ফলে এই সময়ে যে পূর্ণিমাটি আসত তার সঙ্গে ওই স্ট্রবেরি হারভেস্ট করার ব্যাপারটি জুড়ে দিয়েছিলেন তাঁরা।  এমনিতে বসন্তের শেষ পূর্ণিমা বা গ্রীষ্মের প্রথম পূর্ণিমাকেও এই নামে ডাকা হয়ে থাকে। 


আরও পড়ুন: আর অবহেলা নয়, এবার জানুন UFO কী বস্তু, বিজ্ঞানীদের নির্দেশ NASA প্রধানের


ভারত থেকে কি Strawberry Moon দেখা যাবে?


২৫ জুন মধ্যরাত থেকে তিন দিন এই চাঁদ ভারতের আকাশে দৃশ্যমান হবে। মোটামুটি শনিবার ভোর পর্যন্ত ভালভাবে দেখা যাবে Strawberry Moon। 


এই Strawberry Moon কি supermoon-ও?
 
NASA জানাচ্ছে, এপ্রিল ও মে মাসের পূর্ণিমার চাঁদই সাধারণত সুপারমুন অ্যাখ্যা পায়। অন্যগুলি নয়। এর মধ্যে ঠিক ঠিক ভাবে বলতে গেলে এপ্রিলের পূর্ণিমাটিই ফুলমুন। যেমন, এবারের ২৬ এপ্রিলে ছিল। 


ফলে skywatchersদের পক্ষে আজ থেকে তিনদিন এক দারুণ চিত্তাকর্ষক ঘটনার সাক্ষী থাকার লগ্ন। অন্তত শনিবার ভোর পর্যন্ত তাঁরা চন্দ্র-সৌন্দর্যে বুঁদ হয়ে থাকতে পারবেন।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: স্মারক হিসেবে ১০ লাখ কপি ছেপে চিরতরে বন্ধ হয়ে গেল হংকংয়ের প্রখ্যাত সংবাদপত্র Apple Daily