নিজস্ব প্রতিবেদন: বিশ্বের ২৫টি ধনী পরিবারের এক তালিকা প্রকাশিত হল। তালিকাটি তৈরি করেছে ব্লুমবার্গ। ২৩৮.২ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে তাদের তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে ওয়ালমার্টের ওয়ালটন ফ্যামিলি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়ালটন ফ্যামিলির পরেই ১৪১.৯ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে দ্বিতীয় স্থানে আছে কনফেকশনারি কোম্পানি 'মারস', ১২৪.৪ বিলিয়ন ডলার নিয়ে কচ ইন্ডাস্ট্রির মালিক কচ পরিবার তৃতীয় স্থলে। তালিকায় ঠাঁই পেয়েছে ভারতও। ভারতের মুকেশ অম্বানির পরিবার এই তালিকায় স্বাভাবিক ভাবেই আছে। ৯৩.৭ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে এই তালিকায় ষষ্ঠ স্থানে তাঁরা। 


আরও পড়ুন: Afghanistan: জালালাবাদে ফিরল লাদেনের দুই ‘Black Guard’ কমান্ডার, প্রশিক্ষণ দিচ্ছে Taliban-কে


এ ছাড়াও এই তালিকায় নতুনদের মধ্যে ঢুকে পড়েছে ফ্রান্সের প্রযুক্তি ও উড়ান সংস্থা  Dassaults, নিউ ইয়র্ক নির্ভর কসমেটিক্স কোম্পানি Estee Lauder। আবার একদা এই তালিকায় ঠাঁই-পাওয়া কোম্পানি বাদও পড়েছে সাম্প্রতিক হিসাবের নিরিখে। যেমন-- দক্ষিণ কোরিয়ার সামস্যাঙ্গ-এর ব্যবসায়ী পরিবার। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Solar Storm: এই ঝড় পৃথিবীতে পৌঁছতে সময় নিতে পারে ১৩ ঘণ্টা থেকে ৫ দিন!