জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমানে চাপবেন, গন্তব্যে পৌঁছতে লাগবে মাত্র দেড় মিনিট। আশ্চর্য হচ্ছেন? না, সম্প্রতি এমন বিমান পরিষেবার কথা জানা গিয়েছে। টয়ট্রেন বোধ হয় সব চেয়ে উপাদেয় পরিবহণযাত্রা। আগে গ্রামবাংলার অনেক জায়গায় ন্যারোগেজ ট্রেন পরিষেবা মিলত। যে রেল পরিষেবা ছিল বড় আপন, বড় কাছের। ঘরের উঠোনের পাশ দিয়ে, পুকুরের জল ছুঁয়ে, খেত-বাগান পেরিয়ে সেই ট্রেন চলে যেত। প্রয়োজনের ভ্রমণ ছাড়াও সেই ধরনের রেলযাত্রায় অকৃত্রিম আনন্দ লাভ হত। এ সব বহুদিনের কথা। তারপর পরিবহণ-দুনিয়ায় বহু বহু বদল ও অগ্রগতি এসেছে। এখন গতির যুগ। সব চেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছনোই এখন দস্তুর। দ্রুতগতির রেল ও বিমান পরিষেবার যুগ এটি। এরই মধ্যে বিমানের বিষয়টি একটু আলাদা। দীর্ঘ পথ দ্রুত পার করতে বিমানযাত্রার বিকল্প নেই। শুধু দেশের নয়, বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে পৌঁছনো যায় বিমানের মাধ্যমে। সাধারণত অন্য পরিবহণের পরিষেবা নেই বা থাকলেও সেটার মাধ্যমে সংশ্লিষ্ট গন্তব্যে পৌঁছতে বহু সময় লাগবে, এসব ক্ষেত্রে যাত্রীরা বিমান পরিষেবার দিকে ঝোঁকেন। তাই বলে দেড়  মিনিট বিমানযাত্রা?  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি এক ট্রাভেল ব্লগার ইউটিউবে একটি ভিডিয়ো আপলোড করেছেন। সেই ভিডিয়োয় তিনি বিশ্বের ক্ষুদ্রতম (সময় ও দূরত্ব দুদিক দিয়েই) এই বিমানযাত্রার বিষয়টি তুলে ধরেছেন। সেই বিমানযাত্রার মেয়াদ মাত্র ১ মিনিট ১৬ সেকেন্ড। দেড় মিনিটেরও কম। সেই সময়েই গন্তব্যে পৌঁছে যায় বিমানটি। যদিও এর জন্য খরচ করতে হয় ১৭ ইউরো। যা ভারতীয় মু্দ্রায় প্রায় ১ হাজার ৬৪৩ টাকা। স্বল্প সময়ের ও স্বল্প দূরত্বের এই বিমানযাত্রা নিয়ে রীতিমতো বিস্মিত, মুগ্ধ নেটিজেনরা। কোথায় রয়েছে এই উড়ান পরিষেবা?


আরও পড়ুন: Chinese Spy Ship: চিনের 'গুপ্তচর' জাহাজ কেন শ্রীলঙ্কার বন্দরে? ভারতকে ঘিরে নয়া সমীকরণ...


নোয়েল ফিলিপস নামের এক ট্রাভেল ব্লগার স্বল্প দৈর্ঘ্যের এই বিমানযাত্রার বিষয়টি সামনে এনেছেন। স্কটল্যান্ডের এক দ্বীপ থেকে অন্য দ্বীপের মধ্যে চালু রয়েছে এই পরিষেবা। স্কটল্যান্ডের অর্কনে আর্কিপেলাগোর মধ্যে চলে এই উড়ান। পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রের দ্বীপের মধ্যে এই উড়ানের ত্রিভুজাকারে যাতায়াত। পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রে হয়ে কির্কওয়াল যায় বিমানটি। দিনে ২ বার ২.৭ কিলোমিটারের এই পথে যাতায়াত করে বিমান। নিত্যযাত্রী এবং পর্যটকরা এই বিমানে যাতায়াত করেন। জানা গিয়েছে, নৌকায় যাতাতায় করলে ওই পথ যেতে সময় লাগে ২০ মিনিট। বিমানে মাত্র এক মিনিটেই সেই পথ যাওয়া যায়। এর ভিডিয়ো আপলোড করার পর থেকে ইতিমধ্যেই ২০ লক্ষ বারেরও বেশি তা দেখা হয়েছে।


তা হলে? আপনি কি স্কটল্যান্ডের ওই সুন্দর দ্বীপভূমিতে জলপথে যাবেন, নাকি আকাশপথেই সাক্ষী থাকবেন এক বিরলগোত্রের বিমানযাত্রার?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)