ওয়েব ডেস্ক: হাওড়ায় পুলিসের জালে ধরা পড়ল ৩ দুষ্কৃতী। জাতীয় সড়কে একাধিক  সমাজবিরোধী কাজকর্মে এরা জড়িত  বলে দাবি পুলিসের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সাঁকরাইলের রাজগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে  সনাতন  রাম, জাভেদ কুরেশি ও নব কুমার জানা নামে ৩ জনকে গ্রেফতার করে পুলিস। গত ১৮ জুন নিশ্চিন্দায় একটি ডাকাতির ঘটনায় এই ৩ জন জড়িত ছিল।


 ধৃতদের কাছ থেকে একটি গাড়িও উদ্ধার হয়েছে।  এই গাড়িতে করেই ৩ দুষ্কৃতী জাতীয় সড়কে সমাজবিরোধী কাজ করল বলে জানিয়েছে পুলিস।


মন্ত্রীর বাড়ির কাছেই যুবককে গুলি, উত্তপ্ত আসানসোল


উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দিয়েছেন যে, তিনি কোনও রকম আইন শৃঙ্খলা সংক্রান্ত শৈথিল্য মেনে নেবেন না। কিছুদিন আগেই তিনি দলের নেতা কর্মীদের সিন্ডিকেট সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন এবং পুলিস-প্রশাসনকেও নির্দেশ দিয়েছেন যে রং না দেখেই যেকোনও ঘটনায় পদক্ষেপ করতে। ফলে, এই ঘটনায় পুলিসের তত্পরতাকে মমতার দেওয়া বার্তার ফলশ্রুতি হিসাবেই দেখতে চাইছে প্রশাসনিক মহল।