জুয়ার ঠেক বন্ধ করার দাবিকে ঘিরে ধুন্ধুমার কাঁচরাপাড়ায়
জুয়ার ঠেক বন্ধ করার দাবিকে ঘিরে ধুন্ধুমার কাঁচরাপাড়ার শরত্ পল্লির লালজি বাগান। প্রতিবাদীদের মারধর দুষ্কৃতীদের। এরপর আজ সকালে জুয়ার ঠেকে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। সকালেই ঠেকে চড়াও হয় তারা। শুরু হয় ভাঙচুর।
ওয়েব ডেস্ক: জুয়ার ঠেক বন্ধ করার দাবিকে ঘিরে ধুন্ধুমার কাঁচরাপাড়ার শরত্ পল্লির লালজি বাগান। প্রতিবাদীদের মারধর দুষ্কৃতীদের। এরপর আজ সকালে জুয়ার ঠেকে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। সকালেই ঠেকে চড়াও হয় তারা। শুরু হয় ভাঙচুর।
আরও পড়ুন গ্রেটার কোচবিহারকে সমর্থন আর বিজেপিকে ভোট দেওয়ার শাস্তি জানেন?
বেশ কয়েকমাস ধরেই এলাকায় জুয়ার ঠেকের জ্বালায় অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। জুয়ার ঠেক থেকে মহিলাদের অশালীন মন্তব্যের অভিযোগ ছিল। গতকাল রাতে পরিস্থিতি চরমে ওঠে। বীজপুর থানায় অভিযোগ জানাতে যান প্রতিবাদীরা। থানা থেকে ফেরার সময়ইতাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ৩ অভিযোগকারীকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় রাতেই আহতদের কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন খেজুরের গুণাগুণগুলি অবশ্যই জেনে রাখুন