ওয়েব ডেস্ক: আদালতের নির্দেশে বাঁকুড়ায় কো-অর্ডিনেশন কমিটির জেলা কার্যালয় ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। বাঁকুড়ার ঐতিহাসিক এডওয়ার্ড  মেমোরিয়াল হলের সামনে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের প্রেক্ষিতেই ভেঙে দেওয়া হল  কো-অর্ডিনেশন কমিটির জেলা কার্যালয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাল ধূলো উড়িয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কো -অর্ডিনেশন কমিটির বাঁকুড়া জেলা কার্যালয়। আদালতের নির্দেশে, দুটি বুলডোজার দিয়ে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠনের জেলা কার্যালয় গুড়িয়ে দিল প্রশাসন।  কো-অর্ডিনেশন কমিটির তিন তলার বিশাল কার্যালয় ভাঙার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসন। কিন্তু কেউই কোনও বাধা  দেয়নি।


আরও পড়ুন- টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতেও এবার হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর


একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে, ঐতিহ্যবাহী এডওয়ার্ড মেমোরিয়াল হলের সামনে থাকা অবৈধ দখলদার উচ্ছেদের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপরই মাপজোখ করে জেলা কো-অর্ডিনেশন কমিটিকে দফতর সরিয়ে নেওয়ার জন্য নোটিস জারি করে মহকুমা প্রশাসন। তবে নির্ধারিত ৮ ফেব্রুয়ারির মধ্যে অফিস সরিয়ে না নেওয়ায়, বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল কো-অর্ডিনেশন কমিটির বিশাল বিল্ডিং।


বাঁকুড়ার ঐতিহ্যবাহী এডওয়ার্ড মেমোরিয়াল হল।  কলকাতার টাউন হল যেমন। কিন্তু সেই এডওয়ার্ড হল খুঁজে পাওয়াই ভার। কারণ এডওয়ার্ড হলের চারপাশজুড়ে রয়েছে অবৈধ নির্মাণ। আদালত প্রশাসনকে নির্দেশে দেয়, জবরদখল  মুক্ত করার জন্য। তবে বিল্ডিংয়ের কিছু অংশ ভাঙার কথা থাকলেও,  ভাঙা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুরো বিল্ডিংটাই ধ্বসে পড়ে।


আরও পড়ুন- নতুন করে সংঘাতে জড়াল শশীকলা-পনিরসেলভম শিবির