দিঘা : ওজনে ছত্রিশ কেজি। দেশের বাজারে দাম তিন লাখ টাকা! আন্তর্জাতিক বাজারে কদর আরও বেশি। দাম সাত লাখ টাকা! দিঘার সমুদ্রে জাল ফেলে এমনই মহার্ঘ মাছ পেলেন মত্‍সজীবীরা। মাছের নাম তেলিয়া ভোলা। বিদেশের বাজারে ক্রশওয়েলরাং ফিস নামেও যা পরিচিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তেলিয়া ভোলার কদর এতটাই বেশি যে, বিদেশে রপ্তানির পর তা রীতিমতো নিলাম হয়। এই মাছের পটকা দিয়ে তৈরি হয় জীবনদায়ী ওষুধ। তেল ও মাংস থেকেও ওষুধ বানানো হয়। বানানো হয় দামী স্যুপও।


দিঘা মোহনা থেকে প্রায় চারশো নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে বাস এই তেলিয়া ভোলার। একশো নটিক্যাল মাইল দূরে মাছ ধরতে গিয়েছিল ট্রলার। সেখানেই বিরল এই মাছের সন্ধান মেলে। দলছুট হয়ে চলে এসেছিল বলে অনুমান মত্‍স্যজীবীদের।