ওয়েব ডেস্ক : শিশুবদলের অভিযোগে অশান্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজে। আজ সকালে প্রসবযন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় কোতোয়ালি থানার হাতিহল্কার বাসিন্দা সাবিনা বিবিকে। বেলা সাড়ে ১১টা নাগাদ সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের দাবি, এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের একটি পোলিও কার্ড জেরক্স করে আনতে বলেন। ওই কার্ডে পুত্রসন্তানের ঘরে টিক দেওয়া ছিল বলে তাঁদের দাবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মালদায় ফের রাতের জাতীয় সড়কে দুষ্কৃতী হামলা


অভিযোগ, জেরক্স করার পর কার্ডে কাটাকুটি করে কন্যাসন্তানের ঘরে টিক দেওয়া হয় বলে দাবি পরিবারের। এরপরেই শিশুবদলের অভিযোগ এনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত দাবি করেন তাঁরা। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার তন্ময়কান্তি পাঁজা।