ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রীর দেখা পেল না জঙ্গলমহলের বন্যপ্রাণ। মুখ্যমন্ত্রীও দেখতে পেলেন না ওঁদের। ২১ জুলাই উপলক্ষে বাঁকুড়ার সিমলিপাল থেকে এসেছিল একটি হাতি, দুটি ঘোড়া ও দুই ভালুক। কিন্তু নিরাপত্তার স্বার্থে তাদের মঞ্চের পাশ থেকে সরিয়ে দেয় পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাঁকুড়ার সিমলিপাল থেকে শক্তিগড় হয়ে টানা লরিতে কলকাতা। ধরাচূড়া পরে আসে পাঁচ বহুরূপী। সঙ্গে গানের দল। উদ্দেশ্য একটাই, ২১ জুলাই সমাবেশে সামিল হবে। জঙ্গলমহলের বহুরূপী সম্প্রদায়।


বুধবার রাতেই পৌঁছে যান সভাস্থলে। তবে বৃহস্পতিবার ভিড় বাড়তেই সরতে হয় তাঁদের। যাঁর জন্য এত কষ্ট করে এত কাঠখড় পুড়িয়ে আসা, সেই মুখ্যমন্ত্রীই দেখতে পেলেন না ওঁদের। ড্রেস খুলে রেখে সাধারণ দর্শক হয়েই সমাবেশে বার্তা শোনেন সিমলিপালের তৃণমূল সমর্থকরা।