পদত্যাগ না করায় কৃষ্ণেন্দুকে কোণঠাসা করতে ময়দানে কাউন্সিলররা
চেয়ারম্যানের পদ ছাড়ার নির্দেশ এলেও পদত্যাগ করেননি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এবার তাই দলের কাউন্সিলররাই কৃষ্ণেন্দুকে কোনঠাসা করতে ময়দানে।
ওয়েব ডেস্ক: চেয়ারম্যানের পদ ছাড়ার নির্দেশ এলেও পদত্যাগ করেননি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এবার তাই দলের কাউন্সিলররাই কৃষ্ণেন্দুকে কোনঠাসা করতে ময়দানে।
তৃণমূলের দখলে থাকা ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূলই। লক্ষ্য কৃষ্ণেন্দুর অপসারণ। দলের আট কাউন্সিলর একজোট হয়েছেন, তাদের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস, বিজেপি, বামেরাও। পুরসভার উপপুরপতি সহ আট কাউন্সিলর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পুরদফতের বিভিন্ন পদ থেকে পদত্যাগও করেছেন।
আরও পড়ুন- এবার তৃণমূলের এই হেভিওয়েট নেতার বিরুদ্ধেই অনাস্থা দলে!
দলের কাউন্সিলরদের অভিযোগ, দলের নির্দেশ না মেনে চেয়ারম্যান পদ আঁকড়ে রেখে দলবিরোধী কাজ করেছেন কৃষ্ণেন্দুনারায়ণ। প্রসঙ্গত, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল নেত্রী মমতা বারংবার দলীয় নেতৃত্বকে সমঝে চলার সতর্কতা দিয়েছিলেন।